বাংলা বিনোদনের জন্যে সিরিয়াল প্রেমীদের সবচাইতে জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই (Mithai)। সেই শুরু থেকেই দর্শকদের মন মাতাতে সিরিয়ালের জুড়ি মেলা ভার। রাগী সিদ্ধার্থের সাথে মিঠাইয়ের জুটি প্রতিটা ঘরেই সবচাইতে প্রিয় জুটিতে পরিণত হয়েছে। আর তার প্রমাণ মিলেছে বিগত কয়েক মাসের টিআরপি তালিকায় (TRP List)। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হলে প্রথম স্থানেই থেকেছে মিঠাই সিরিয়াল।
খড়কুটো থেকে শুরু করে রাণী রাসমণি, অপরাজিতা অপু ইত্যাদি সিরিয়ালদের টেক্কা দিয়ে দিব্যি নিজের প্রথম স্থান ধরে রাখতে সক্ষম। মিঠাই সিরিয়ালের পাশাপাশি খড়কুটোতেও দ্বিতীয় বিয়ের দৃশ্য দেখানো হয়েছে ঠিকই তবে সেটা মিঠাইকে টেক্কা দিতে সক্ষম হয়নি। অন্যটিকে মিঠাইকে টেক্কা দিতে ষ্টার জলসায় শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল যার নাম ধূলোকণা (Dhulokona)। যদিও সেই সিরিয়ালটি কতটা সক্ষম হবে সেটাই এখন দেখার বিষয়।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। আর এবারেও বরাবরের মত প্রথম স্থান ধরে রেখেছে মিঠাই সিরিয়াল। সকলকে টেক্কা দিয়ে ১২.৩ পয়েন্টে টিআরপি তালিকায় একেবারে ফার্স্ট মিঠাই। অবশ্য খড়কুটো সিরিয়ালও প্রাণপণ চেষ্টা করছে টিআরপি লিস্টে ওপরে ওঠার এবারে ৯.৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে খড়কুটো। আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক বাকি সিরিয়ালের প্রাপ্ত পয়েন্টের তালিকা।
- অপরাজিতা অপু- ৯.০ তৃতীয়
- শ্রীময়ী- ৭.৩ চতুর্থ
- কৃষ্ণকলি, গঙ্গারাম, মহাপীঠ তারাপীঠ- ৭.১ পঞ্চম
- যমুনা ঢাকি- ৬.৯ ষষ্ঠ
- রাণী রাসমণি- ৬.৫ সপ্তম
- জীবনসাথী, গ্রামের রানি বীণাপাণি, বরণ, ধুলোকণা- ৬.২ অষ্টম
- দেশের মাটি- ৫.৯ নবম
- ফেলনা- ৫.৭ দশম