শুরু হয়ে গিয়েছে টোকিও অলিম্পিক (Tokyo Olympics)। জনপ্রিয় এই খেলার জন্য অপেক্ষা করে থাকে গোটা বিশ্ব। ভারতও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবার এই বিষয়েই না জেনে শুনে ভুল মন্তব্য করে বেজায় কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। রবিবার দুপুরে অলিম্পিক সম্পর্কে একটি ট্যুইট শেয়ার করেন অভিনেত্রী যেই তথ্যটি সম্পূর্ণ ভুল।
তিনি লেখেন, ‘ অলিম্পিক্সে প্রিয়া মালিক সোনা জিতেছেন। কী দারুণ ভাবে শুরু হল অলিম্পিক্স! আমাদের দেশের মেয়েরা সোনা এবং মন, দুই-ই জয় করছে।’ আসলে প্রিয়া মালিক অলিম্পিকে নয় হাঙ্গেরির বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায় জিতেছেন। আর আত্মবিশ্বাসের সাথে এহেন ভুল মন্তব্য করতেই তার মন্তব্য বাক্সে ধেয়ে আসেন নেট নাগরিকরা।
কেউ কেউ লেখেন, ‘আপনি আদৌ অলিম্পিক্স দেখছেন?’, কেউবা ব্যঙ্গ করে লিখেছেন, ‘আপনি BJP ছাড়তে গেলেন কেন? আপনি ওদের যোগ্য কর্মী। ‘, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রযোজক রানা সরকার লিখেছেন, ‘উনি অলিম্পিক্সে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিক্সে সোনা পাব।’
অলিম্পিক্সে নয় বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া, এবং সেখানে বিজয়ী হন তিনি। আপাতত ভুল তথ্য দেওয়া টুইটটি রয়েছে তনুশ্রীর টুইটারের দেওয়ালে। যদিও এত কটাক্ষ সহ্য করার পরেও কোনো মন্তব্য করতে দেখা যায়নি তনুশ্রীকে, নিদেনপক্ষে ভুল টুকুও স্বীকার করেননি তিনি।
প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) দ্বিতীয় দিনে রৌপ্য পদক (Medal) জিতে বিশ্বের সামনে ভারতকে শ্রেষ্ঠত্বের আসন এনে দিয়েছেন ভারতীয় কন্যা মীরাবাঈ চানু (Mirabai Chanu)। অধরা স্বপ্ন কে সত্যি করে ৪৯ কেজি বিভাগে রূপো জিতেছেন মীরা।