• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্নোগ্রাফিতে অভিনয়ের জন্য নিজেই প্রস্তাব পাঠাতেন রাজ, মুখ খুললেন পাঁচ অভিনেত্রী

Updated on:

Raj Kundra with bollywood actresses

পর্নোগ্রাফিক কনটেন্ট (Pornographic Content) তৈরির মামলায় সোমবার রাতেই গ্রেফতার হয়েছেন শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) । হোয়াটসঅ্যাপ চ্যাট ও আরও অন্যান্য তথ্যপ্রমাণ হাতে পেয়ে মুম্বাই পুলিশের দাবী পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরির কাজে মূল ষড়যন্ত্রকারী হলেন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা), ৩৪ ধারা, ২৯২ এবং ২৯৩ ধারা (অশ্লীল বিজ্ঞাপন এবং প্রদর্শনী), আইটি অ্যাক্ট ও Indecent Representation of Women (Prohibition) Act-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে তাঁকে, ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Shilpa Shetty husband Raj Kundra arrested fir shooting porn videoes

জানা গেছে এই পর্ন ব্যবসার জন্য অভিনেত্রী বাছার কাজ করতেন রাজ নিজেই । তবে এক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনো মাপকাঠি ছিল না রাজের,তাই অভিনয়ের জন্য অভিনেত্রী হতেই হবে এমন শর্ত ছিল না। পছন্দ হয়ে গেলে সরাসরি প্রস্তাব রাখতেন অডিশন দেওয়ার জন্য।তবে রাজের কুকীর্তি ফাঁস হওয়ার পরেই রাজের সঙ্গে তাঁর ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাঁর পাঁচজন মডেল-অভিনেত্রী। উঠে এসেছে প্রস্তাব দেওয়ার প্রসঙ্গও।

১) সাগরিকা সোনা সুমন (Saagarika Sona Suman)

Sagarika Sona Suman

এপ্রসঙ্গে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন মডেল অভিনেত্রী সাগরিকা সোনা সুমন। তাঁর দাবি, রাজ তাঁকে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে অডিশনে ডেকেছিলেন।সাগরিকা জানিয়েছেন লকডাউনে তাঁর হাতে কাজ ছিল না। সেসময় তাঁর সঙ্গে যোগাযোগ রাজের সহকারী উমেশ । সে তাঁকে ওয়েবসিরিজে অভিনয়ের প্রস্তাব দেন, এরপর ভিডিয়ো কলে আচমকাই তাঁকে পোশাক খুলে ফেলতে বলা হয়। ফেব্রুয়ারিতে এ নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছিলেন সাগরিকা।

২) পুনীত কউর (Punit Kaur)

Puneet Kaur

রাজের কাছ থেকে অ্যাপ ‘হটশট’-এর ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ইউটিউবার পুনীত কউরও । তবে তিনি তা গ্রহণ করেননি। পরে রাজের গ্রেফতারির খবরের স্ক্রিনশট দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি এ বার নির্ঘাত মরব। এই লোকটা আমাকে সরাসরি মেসেজ পাঠিয়েছিলো!! হটশটে অভিনয়ের প্রস্তাব দিয়ে। আমি ভাবতেই পারছি না, উনি সত্যিই মেয়েদের এ ভাবে লোভ দেখাচ্ছিলেন ওঁর ছবিতে অভিনয়ের জন্য! কি সাঙ্ঘাতিক। জেলে পচে মরো রাজ কুন্দ্রা।’

৩) পুনম পান্ডে (Punam Pandey)

Punam Pandey পুনম পান্ডে

এই তালিকায় রয়েছেন রাজের আরও এক অভিনেত্রী পুনম পাণ্ডে । তিনি জানিয়েছেন, রাজের সঙ্গে তাঁর অনেক খারাপ অভিজ্ঞতা হলেও শিল্পা শেঠির কথা ভেবেই তিনি এ নিয়ে বিস্তারিত বলতে চান না।পুনমের দাবি, হটশটের আগেও প্রাপ্তবয়স্কদের অ্যাপ বানানোর চেষ্টা করেছিলেন রাজ। এছাড়াও পুনমের অভিযোগ, তাঁর কিছু ছবি ও ভিডিয়ো রাজের সংস্থা তাঁর অনুমতি ছাড়াই প্রকাশ করে দেয়।

৪) শার্লিন চোপড়া (Sharlinw Chopra)

Sherlyn Chopra

সরব হয়েছেন রাজের আর এক অভিনেত্রী শার্লিন চোপড়াও। জানা গেছে রাজের সঙ্গে ১৫-২০টি ছবিতে কাজ করে,এক একটি ছবির জন্য ৩০ লক্ষ টাকা পেয়েছেন শার্লিন। তাঁর সাথে রীতিমতো চুক্তি করেই কাজে নেমেছিলেন রাজ। শার্লিন জানিয়েছেন, রাজের হাত ধরেই প্রাপ্তবয়স্কদের ছবির জগতে আসেন তিনি।

৫) ইশিকা বোহরা ( Ishika Bohra)

Ishika Bohra

রাজের অ্যাপ থেকে ডাক পেয়েছিলেন মডেল ইশিকা বোহরাও। জানা গেছে রাজের সহকারী উমেশ কামাত নগ্ন দৃশ্যে শ্যুটিংয়ের জন্য তাঁকে প্রতিদিন ৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন । তাঁকে বলা হয়েছিল, নগ্ন দৃশ্যের ওই শ্যুটিং হবে শিল্পের মিশেলে অর্থাৎ ইরোটিক। কিন্তু ইশিকা শ্যুটিং এ গিয়ে বুঝেছিলেন এধরনের ছবি কখনওই আর্ট শ্যুটে ব্যবহার হতে পারে না। এছাড়াও রাজের অ্যাপের বিরুদ্ধে মডেলদের কম টাকায় বেশি কাজ করিয়ে নেওয়ার অভিযোগও এনেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥