টলিউড বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের (Monami Ghosh) জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২৯০ হাজার। গতকাল অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারী নিজের বয়সের সঙ্গে আরও এক যোগ করলেন অভিনেত্রী।
গত দু-দশকে বাংলা বিনোদনের জগতে আমূল পরিবর্তন এসেছে। বদলায়নি শুধু টলিউড (Tollywood) অভিনেত্রী মনামী ঘোষের (Monami Ghosh) বয়স! রূপে-আবেদনে টলিমহলের যেকোনো অষ্টাদশীকে দশ গোল দিতে সক্ষম এই নায়িকা। যদিও মনামীর বয়স যে বাড়ে না, এ কথা সর্বজনবিদিত। তা বলে কী একবছরে দু’বার জন্মদিন পালন করবেন অভিনেত্রী?
সার্চ ইঞ্জিন (Search Engine) গুগল (Google) মোতাবেক, ১৯৮৩ সালের ১৩ই জুলাই, অর্থাৎ আজকের দিনেই জন্ম নেন মনামী ঘোষ। হিসাব অনুসারে তাঁর ৩৭তম জন্মদিন আজ। যদিও গুগলের তরফে এহেন ভুল তথ্য পেশ করার ঘটনায় রীতিমত হতাশ মনামী। এদিকে গুগলের তথ্য মেনে অনেক শুভানুধ্যায়ীই মনামীকে শুভেচ্ছা জানিয়েছেন নানা মাধ্যমে। স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে ফেসবুকে মনামী লিখলেন- ‘বলছি google পিসেমশাই, আজ আমার জন্মদিন নয়’।
View this post on Instagram
মনামীর এই পোস্টে রীতিমত হাসির রোল উঠেছে সোশ্যাল দুনিয়ায়। সোশ্যাল দেওয়ালে মনামীর এক অনুরাগীর বক্তব্য, “সকাল থেকে আমি পাঁচ জায়গায় আপনাকে শুভেচ্ছা জানালাম, তাহলে সেগুলোর কী হবে?” অপর এক নেটিজেনের মন্তব্য, “বছরে দু-বার জন্মদিন উদযাপনে ক্ষতি কী! ব্যাপারটা মন্দ নয় যদিও!’ সূত্রের খবর, অন্যান্য বছরের মতো এ বছরের ২০শে ফেব্রুয়ারি ধুমধাম করে বাড়িতে জন্মদিন পালন করেছেন সকলের আদরের ‘মৌ-বৌদি’। জন্মদিনের পার্টিতে লাল পোশাকে মনামীর লুক ছিল অনবদ্য। যদিও সবচেয়ে নজরকাড়া ছিল মনামীর বার্থ-ডে কেক!