• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ন্যাড়া বেল তলায় একবারই যায়! আর বিয়ে করে ‘ছাদনাতলা’র পা দিতে চাননা শ্রীলেখা

শ্রীলেখা মিত্র (sreelekha mitra) নামটা টলিউডে বেশ পরিচিত। বাকি অভিনেত্রীদের থেকে আলাদা হলেও অভিনেত্রীর চাহিদা কিন্তু একই রকম রয়ে গিয়েছে। বয়সের দিক থেকে চল্লিশের কোটা পেরোলেও তার দৃপ্ততা, ব্যক্তিত্ব, অভিনয়, ঠোঁটকাটা স্বভাব সবই চর্চার বিষয়। এমনকি স্লিম ফিগার ছাড়াও যে দর্শকদের মনে জায়গা করে নেওয়া যায় সেটা বেশ বুঝিয়ে দিয়েছেন শ্রীলেখা।

সিনেমার পর্দায় বরাবরই নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়ে অভিনেত্রী দর্শকদের মনে নিজের জন্য পাকাপাকি জায়গা করে নিয়েছেন শ্রীলেখা। বর্তমানে খুব একটা সিনেমার পর্দায় দেখ না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ সক্রিয় অভিনেত্রী। রাজনৈতিক থেকে সামাজিক সব ধরণের বিষয়ের সাথে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে।

   

Sreelekha Mitra শ্রীলেখা মিত্র

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর পর্ব শুরু করেছিলেন। যেখানে নেটিজেনদের মনে থাকা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজেই। আর প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিওতে অভিনেত্রী বলেছেন, ‘ শরীর ভালো নয় তাই রইল করতে পারিনি। এক নেটিজেনদের মতে আপনি এমন করে প্রশ্ন চাইছেন যেন এক একবার এক একজনকে বিয়ে করবেন! সরি ভাই! ন্যাঁড়া একবারই বেল তলায় গেছে। বিয়ে একবারই করেছি আর না’!

অভিনেত্রীর এই উত্তর নেটিজেনদের বেশ মনে ধরেছে। অনেকেই অদ্ভুত প্রশ্নের উত্তর দেবার এই স্টাইলের প্রশংসা না করে থাকতে পারেন নি। এক নেটিজেনের মতে মতে, টু গুড! সত্যি এর থেকে ভালো উত্তর হয় না। আসলে অভিনেত্রীর স্টাইলটা সত্যি দর্শকে মনে প্রভাব ফেলার মত। ইতিমধ্যেই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্রীলেখার আসন্ন ছবির একটি ট্রেলার ভিডিও প্রকাশ পেয়েছে। পরিচালক সুশান্ত রায়ের ‘ন্যায়’ ছবিতে অভিনয় করবেন শ্রীলেখা। ছবিটি ট্রেলারে ইন্দিরা গান্ধীর রূপে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই নিয়ে বিস্তর ট্রোল থেকে শুরু করে আলোচনা হয়ে গিয়েছে নেটপাড়ায়। কারোর মতে ইন্দিরা গান্ধী আর মমতা ব্যানার্জীর মিক্স হয়ে গিয়েছেন শ্রীলেখা। এখন অপেক্ষা ছবিটি রিলিজের।

site