• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মমতা ও ইন্দিরা গান্ধীর যুগ্ম অবতার শ্রীলেখা মিত্র! অভিনেত্রীর নয়া লুক নিয়ে ছুটছে হাসির ফোয়ারা

টলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। বয়সের কোনোদিনই ধারধারেন না শ্রীলেখা। বয়স ৪৫ পেরোলেও তার ব্যক্তিত্ব, অভিনয় থেকে ঠোঁটকাটা স্বভাব সবই চর্চার বিষয়। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে মুখের উপর বলার জন্য সমালোচিত হওয়া থেকে নিজের বোল্ডনেসে ঘুম ওড়ানো সবই অভিনেত্রীর আয়ত্তে। তবে এবার একেবারে অন্য চরিত্রে হাজির শ্রীলেখা মিত্র।

তার আসন্ন ছবির লুক ইতিমধ্যেই তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে নেটপাড়ায়। এক চেহারায় যেন দুই চরিত্রকে ধরে ফেলেছেন শ্রীলেখা। সাদা ও সরু নীল পাড় শাড়ি, ছোট করে কাটা চুলের সামনের দিকটা কিছুটা সাদা। অর্থাৎ গড়নে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira gandhi), এবং পোশাকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ।

   

শ্রীলেখা মিত্র Sreelekha Mitra as Indira Gandhi in NYAY

এই লুক নিয়ে ইতিমধ্যেই চলছে মিমের জোয়ার। সম্প্রতি একটি মিম শ্রীলেখা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে ছবি দিয়ে বোঝানো হয়েছে ‘ইন্দিরা গান্ধী+মমতা ব্যানার্জি= ন্যায় ছবিতে শ্রীলেখার নয়া লুক’। এমন বুদ্ধিদীপ্ত মিম দেখে হাসির ফোয়ারা ছুটেছে সোশ্যাল মিডিয়ায়। শ্রীলেখার আসন্ন ছবি ‘ন্যায় – জাজমেন্ট ডে’ (Nyay Judgement Day)’ একটি পলিটিকাল ড্রামা তার ইঙ্গিত মিলেছে ট্রেলারেই। নিজের সোশ্যাল মিডিয়াতে শ্রীলেখা একটি ভিডিও লিংক শেয়ার করেছেন, যাতে ক্লিক করলেই দেখা যাবে ন্যায়ের ট্রেলার।

ইন্দিরা গান্ধী,শ্রীলেখা মিত্র,মমতা ব্যানার্জি,ন্যায়-জাজমেন্ট ডে,nyay judgement day,sreelekha Mitra,Indira Gandhi,Mamata Banerjee

ভিডিওতে দেখা যাচ্ছে সাদা শাড়ি আর সামনের চুল কিছুটা সাদা। খানিকটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (indira gandhi) মত চরিত্রেই ধরা দিয়েছেন অভিনেত্রী। অবশ্য নীল পাড় সাদা শাড়ি দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee) সাথেও গুলিয়ে ফেলা যেতেই পারে। যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ছবির শুটিং থেকে পোস্ট প্রোডাক্শনের কাজ শেষ হয়ে গিয়েছে।

 

ছবিটির পরিচালনায় রয়েছেন সুশান্ত রায়। তার মতে, ‘মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েই তৈরী এই ছবিটি। ছবিতে একাধিক প্রতীকী চরিত্ররা রয়েছে। ছবিটির মধ্যে দিয়ে পরিচালক বোঝানোর চেষ্টা করেছেন যে প্রতিটি রাজনৈতিক দলেরই একটি নিজস্ব ব্যক্তিগত সেনা দল থাকে। ভারত থেকে শুরু করে অন্যান্য দেশেও এই ছবি ছাপ ফেলবে বলেই আশাবাদী পরিচালক।

শ্রীলেখা মিত্র Sreelekha Mitra as Indira Gandhi in NYAY

প্রসঙ্গত, অভিনেত্রী শ্রীলেখা মিত্রও কিন্তু রাজনীতিতে যুক্ত রয়েছেন। বরাবরই বামচিন্তাধারায় বিশ্বাসী অভিনেত্রী। বিগত কিছুদিন আগে হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও বামেদের হয়ে প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। এবার তাকেই ইন্দিরা গান্ধীর মত একটি ঐতিহাসিক প্রতীকী চরিত্রে দেখা যাবে সিনেমার পর্দায়। তবে ছবির কাজ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত ছবির রিলিজের ডেট সম্পর্কে কোনো তথ্য মেলেনি। এর কারণ হয়তো বর্তমান করোনা মহামারী পরিস্থিতি। আশা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তো মুক্তি পাবে ছবিটি।

site