• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্য বাচ্চাদের ভ্যাঙাচ্ছে কৃশিব! ছেলের দুষ্টুমিতে নাজেহাল অভিনেত্রী পূজা

বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী (puja banerjee) দর্শকদের কাছে বেশ পরিচিত। বাংলা থেকে শুরু করে হিন্দি সিরিয়ালে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে মন জয় করেছেন দর্শকদের। বর্তমানে সিরিয়ালে অভিনয় না করলেও অভিনেত্রীর জনপ্রিয়তা কিন্তু এতটুকুও ফিকে হয়নি। তাছাড়া সিরিয়ালের গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই পাপ নামের একটি বাংলা ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয়ের সূত্রেই জীবনের প্রিয়জনকে খুঁজে পেয়ে বিয়ে আর বর্তমানে মা হয়ে গিয়েছেন অভিনেত্রী।

প্রথম সিরিয়াল ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ এ অভিনয়ে সময়েই সহ অভিনেতা কুনাল বর্মার সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় পূজার। এরপর বেশ কিছুদিন লিভ ইন করতে শুরু করেন দুজনে। শেষে গতবছর লকডাউনেই বিবাহ বন্ধনে অবোধ হবার সিদ্ধান্ত নেন। ধুমধাম করে নয় বরং রেজিস্ট্রি ম্যারেজ করেন পূজা ও কুনাল। তাদের একমাত্র আদরের সন্তান ছোট্ট কৃশিব।

   

কৃশিব,পূজা ব্যানার্জি,টলিউড,Krishiv,puja Banerjee,Tollywood,reel video,video,kunal verma

ইতিমধ্যেই এই মিষ্টি কৃশিবের ভক্ত হয়ে গিয়েছে নেট জনতা। আর তার দুষ্টুমির জেরে হিমসিম খান অভিনেত্রী নিজেও। মাত্র ৮ মাস বয়স তার। আর তাতেই তার দুষ্টুমি দেখার মতো। আর এই প্রতি মুহুর্তের ভিডিও গুলিই ক্যামেরাবন্দী করে রাখেন অভিনেত্রী।

কৃশিব,পূজা ব্যানার্জি,টলিউড,Krishiv,puja Banerjee,Tollywood,reel video,video,kunal verma

ছেলে অন্ত প্রাণ পূজা, নিজের কাজকেও ছেলের জন্য অনেক কম্প্রোমাইজ করেছেন তিনি। ছেলের বেড়ে ওঠার প্রতিটি পদক্ষেপেই তিনি জড়িয়ে রয়েছেন। তার সাথে খেলা, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছুর জন্যই ব্যস্ত জীবনের মাঝেও সময় বের করেন পূজা। সম্প্রতি মা ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন পূজার স্বামী কুণাল।

 

 

View this post on Instagram

 

A post shared by Kunal Verma (@kunalrverma)

ভিডিওতে দেখা যাচ্ছে ৯ মাসের ভ্যাক্সিন নিতে গিয়েছে ছোট্ট কৃশিব। আর সেখানে গিয়ে তো তার ভয়ের লেশ মাত্র নেই, উলটে অন্যান্য বাচ্চারা যখন কাঁদছে তাকে দেদার ভ্যাঙিয়ে চলেছে কৃশিব। মায়ের কোলে বসে দুষ্টুমি করে চলেছে সে। আর মা পূজা তাকে সামলাতে কার্যত নাজেহাল। এই মিষ্টি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

site