রানী রাসমণি (rani rashmoni) সিরিয়ালটি বাঙালি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। দীর্ঘ ৪ বছর ধরে দর্শকদের একইভাবে বিনোদন দিয়ে আসছে সিরিয়ালটি। সিরিয়ালে মূল চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অল্প বয়সেই কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমার চরিত্রে দিতিপ্রিয়ার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
ধারাবাহিকে রানীমার পর্ব এবার শেষ হয়ে গেল সিরিয়ালে। ঐতিহাসিক কাহিনী অনুযায়ী রানীমার অন্তর্ধ্যান হবার কথা, সেই মতোই বিদায় নিলেন রানী মা। সন্ধ্যে নামলেই বাড়ির ছোট থেকে বড়রা সকলে মিলে অপেক্ষায় থাকত রাণীমাকে দেখবে বলে। কিন্তু যে রাণীমাকে দেখে অভ্যস্ত সকলে তিনি আর আসবেন না সিরিয়ালের পর্দায়। এই কথা ভাবতেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদেরও।
সম্প্রতি রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়ার ফ্যান ক্লাবে এক ব্যক্তি নিজের বাড়ির কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘নমস্কার দিতিপ্রিয়া, আমাদের দুটো বাচ্চা খুব কষ্ট পাচ্ছে,তারা রানীমার অন্তিম দৃশ্য সহ্য করতে পারছে না। তাদের বোঝানো হয়েছে এটা অভিনয়,সত্যি ঘটনা নয়, তোদের রানীমা ঠিক আছে। আমাদের দুটো বাচ্চা সোনাই ও মোনাই। দুজনেই নয় বছরের, আপনার অভিনীত এই একটি সিরিয়ালই ওরা দেখে, ওদের বক্তব্য দিতিপ্রিয়াকে একবার এনে দাও। আমি কি করি বলুন তো?’
এই প্রশ্নটি নজরে এসেছে অভিনেত্রী দিরিপ্রিয়ার। নিজেই উত্তর দিয়েছেন অনুরাগীর পোস্টের। দিতিপ্রিয়া লিখেছেন, ‘ওদের বলুন ওদের রানীমা একদম ঠিক আছে, সুস্থ আছে। আর খুব শীঘ্রই োর দিতিপ্রিয়াকে আবার কোথাও দেখতে পাবে। অনেক ভালোবাসা, একদম দুঃখ পেয়ো না তোমরা’। অভিনেত্রীর এই উত্তর মন ছুঁয়েছে বহু নেটিজেনদের।
রানীমার এহেন উত্তর পেয়ে খুশি হয়েছেন ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন, ‘ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন,সৃজনে থাকুন। ওদের দেখাবো আপনার মেসেজ’। অবশ্য যিনি এই প্রশ্নটি করেছেন এই ঘটনাটি হয়তো শুধুমাত্র তার বাড়ির নয়। এমন ঘটনা অনেক বাড়িতেই ঘটেছে। কারণ সন্ধ্যে নামলেই বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই শুনতে পাওয়া যেত একটাই সুর, করুণাময়ী রানী রাসমণি।