বলিউডের (bollywood) জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনি রয়েছে দক্ষিণী ছবির (south indian films) ফ্যানবেস। দক্ষিণী ছবি বাহুবলী এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে। যেমন দুর্দান্ত কাহিনী তেমন সাথে ভিএফএক্সের কাজ। দুটি পর্বে বাহুবলী (baahubali) ছবিটি একাধিক রেকর্ড তৈরী করেছিল। তবে এবার বাহুবলীর রেকর্ড ভেঙে দিল বহু প্রতীক্ষিত ছবি কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)। তাও আবার ছবিটি রিলিজ হওয়ার আগেই। কেজিএফ এর প্রথম পর্ব রিলিজের পর থেকেই ফিরিয়ে পর্বের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
প্রাথমিকভাবে ঠিক ছিল ২০১৯ সালেরই ২৩শে অক্টবর রিলিজ হবে ছবিটি। কিন্তু করোনা মহামারীর কারণে ছবির রিলিজ পিছিয়ে যায়, ঠিক হয় এবছর ১৪ই জানুয়ারি মুক্তি পাবে। সেটাও সম্ভব হয়নি কারণ করোনা পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করে। এরপর ১৬ই জুলাই রিলিজের ডেট ঠিক করা হয়েছিল, কিন্তু এবার সেটাও পিছিয়ে দেওয়া হল।
যেমনটা জানা যাচ্ছে আপাতত আগামী ৯ই সেপ্টেম্বর KGF 2 এর রিলিজের ডেট ধার্য্য করা হয়েছে। তবে এটা সম্বব হবে কিনা সেটা পুরোটাই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর। কারণ ছবিটির জনপ্রিয়তা গোটা দেশেই রয়েছে। সেই কারণে একসাথে একাধিক ভাষায় গোটা দেশে রিলিজ পাবে ছবিটি।
কিন্তু রিলিজের আগেই কিভাবে বাহুবলীর রেকর্ড ব্রেক করল কেজিএফ ২? এর উত্তর হল গানের অথিরিটি। ছবি রিলিজ হবার আগেই টি-সিরিজ ও লাহাড়ি মিউজিকের সাথে ৭.২ কোটি টাকার ডিল হয়ে গিয়েছে। কেজিএফ ২ এর গানের স্বত্ব এই বিপুল তাকে বিক্রি হয়ে রীতিমত নতুন রেকর্ড তৈরী করেছে দক্ষিণী ছবির জগতে।
প্রসঙ্গত, ২০১৮ সালে কেজিএফ এর প্রথম পর্ব রিলিজ হয়েছিল। কন্নড় ভাষায় প্রাথমিকভাবে রিলিজ হলেও ছবির জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। শুধুমাত্র সাউথেই ২০০ কোটি টাকার বক্স অফিস কালেকশন হয় কেজিএফ এর প্রথম পর্বের। ছবির কাহিনী থেকে শুরু করে যশের অভিনয় মন কেড়ে নেয় দর্শকদের। তবে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে কি হবে সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে দর্শকেরা।