ভারতীয় চলচিত্র জগতে আবারো ঘটে গেল ইন্দ্রপতন। প্রয়াত হলেন গোল্ডেন যুগের অন্যতম অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। আজ অর্থাৎ বুধবার সকাল ৭টা নাহিদ মুম্বাইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত সপ্তাহেই অভিনেতাকে শ্বাসকষ্টের জেরে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। অবশেষে আজ প্রয়াত হলেন অভিনেতা।
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা। ছয় মাস আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় তার মৃত্যুর খবর রটানো হয় সোশ্যাল মিডিয়াতে। যেটা একেবারেই মিথ্যে বলে জানানো হয় অভিনেতার পরিবারের পক্ষ থেকে। এরপর গত জুন মাসেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন দিলীপ কুমার।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু বিগত ২৯শে জুলাই ফের অবনতি হয় শরীরের। তাই পুনরায় মুম্বাইয়ের বেসরকারি হাসপাতাল হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। শ্বাস নিতে সমস্যা হচ্ছিলো অভিনেতার। এভাবেই হাসপাতালে টানা ৭ দিন ধরে লড়াই করে চলেন।
শেষমেশ আজ যুদ্ধে হেরে প্রয়াত হলেন দিলীপ কুমার। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৯৮ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা বলিউড। একসময় দিলীপ কুমার অভিনীত মুগলে আজম, রাম অর শ্যাম, দেবদাস, আন্দাজ, মধুমতি, গঙ্গা অর যমুনা ছবি দর্শকের মন কেড়ে নিয়েছিল। এমনকি আজও এই ছবি মনে গেঁথে রয়েছে দর্শকদের।
প্রসঙ্গত, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের সময় থেকেই অতন্ত্য সাবধান ছিলেন অভিনেতা। তার স্ত্রী সায়রা বানু তার যত্ন নিতেই সর্বদা। সংক্রমণ যাতে না হয় তার জন্য একেবারেই বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। তবে দিন দিন অভিনেতার শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। শেষের দিকে তো অক্সিজেন সাপোর্টেই ছিলেন তিনি। আজ তাঁর প্রয়াণে যেন বিনোদন জগতে একটা যুগের অবসান হল।