বলিউডের জনপ্রিয়তা আজ থেকে নয় দীর্ঘ দশকের পর দশক ধরে দর্শকের মন কেড়েছে বলিউড। বিশেষত নব্বইয়ের দশক না বলিউডের স্বর্ণযুগ। আর এই স্বর্ণযুগেই একাধিক ছবি ও নায়ক-নায়িকা জুটি তৈরী হয়েছে যা আজও একইভাবে জনপ্রিয়। এমনই একটি জুটি হল বলিউডের গোবিন্দা ও রবিনা টন্ডনের (Govinda Raveena Tandon) জুটি। নব্বইয়ের দশকে রীতিমত পর্দা কাঁপিয়েছে এই জুটি।
আন্টি নম্বর ওয়ান, আখিয়োঁ সে গোলি মারে, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এর মত একাধিক ছবি রীতিমত রিলিজের পরেই সুপারহিট হয়েছে। আর ছবিতে গোবিন্দা ও রবিনার জুটি যেন আলাদা মাত্রা এনে দিত ছবিতে। দর্শকদের কাছে আজ ছবির দৃশ্য একেবারে স্পষ্ট। কিন্তু দীর্ঘদিন হল সেই জুটিকে আর পর্দায় দেখতে পাওয়া যায় না।
তবে এবার দর্শকের জন্য একটি দারুণ সুখবর দিলেন রবিনা নিজেই। আবারো একত্রে দেখা মিলবে গোবিন্দা-রবিনা জুটির।হ্যাঁ, ঠিকই দেখছেন। আবারো পর্দায় দেখা মিলতে পারে নব্বইয়ের সেই হিট জুটির। অভিনেত্রী নিজেই এই সুখবর দিয়েছেন নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। গোবিন্দার সাথে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সাথে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গ্রান্ড রিইউনিয়ান’।
View this post on Instagram
নতুন কোনো সিনেমায় একত্রে দেখা যাবে গোবিন্দা ও রবিনাকে নাকি ছোটপর্দায় কোনো শোতে সেটা এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তাই কিভাবে পর্দায় ফিরছে নব্বইয়ের এই হিট জুটি সেটা এই মুহূর্তেই বলা মুশকিল। তবে দুজনের আইকনিক জুটি আবার পর্দায় ফিরতে চলেছে এই খবরে খুশি দর্শকেরা। যেটা রবিনার পোস্টটি দেখলেই ভালোভাবে বোঝা যায়।
ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ বহবিটি দেখে লাইক করেছেন। সাথে অসংখ্য নেটিজেনরা মন্তব্য করছেন , আর অপেক্ষা করতে পারছি না! কবে দেখতে পারবো আবার দুজনকে একসাথে। প্রসঙ্গত, যে কোনো ছবিতে গোবিন্দার কমেডি করার স্টাইল আজও দর্শকের কাছে প্রিয়। তাছাড়া অভিনেতার নাচের জাদু এখনো অব্যাহত রয়েছে দর্শক হৃদয়ে।