রাখি সাওয়ান্ত (rakhi sawant) বলিউডের বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। কাজের থেকেও বেশি নিজের কার্যকলাপের জন্য শিরোনামে থাকেন অভিনেত্রী। অনেকেই তাকে ড্রামা কুইন বা বলিউডের কন্ট্রোভার্সি কুইন নামেও জানেন। কারণ বলিউডের আসার পর থেকেই কোনো না কোনো বিতর্কে জড়িয়েছেন রাখি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে আসা নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করে বসেছেন রাখি সাওয়ান্ত।
রাখি বলেন, বলিউডে আসার পরেই বিতর্কে নাম ওঠা মোটেও ভালোভাবে নেয়নি পরিবার। রাখির মৃত্যুকামনা করেছিলেন তাঁর নিজের মা! হ্যাঁ ঠিকই দেখছেন এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘পরিবারের কেউ চাইনি আমি বলিউডে আসি। তাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় আমার কাছে ছিল না’।
এরপর অভিনেত্রী আরো বলেন, আজ পর্যন্ত আমার কাকারা আমার মায়ের সাথে কথা বলেন না। তাদের ধারণা আমি যেহেতু পালিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, আমায় দেখে তাদের মেয়েরাও পালিয়ে যাবে। এই নিয়ে মায়ের সাথেও প্রথম দিকে বেশ মন কষাকষি হয়েছিল। কারণ বলিউডে প্রবেশের পরেই মিকা সিংয়ের সাথে বিতর্কে নাম জড়িয়েছিল। সেই কারণেই মা চাননি আমি আর বলিউডে ফিরি।
বিতর্ক শুরুর পর পরিবারের তরফ থেকে মানসিক চাপ দেওয়া হয়েছিল রাখি ও তার মায়ের ওপর। এমনকি সেই সময় মা হয়েও মেয়ের মৃত্যুকামনা পর্যন্ত করেছিলেন রাখির মা। রাখি সাওয়ান্ত বলেন, ‘মিকা সিংয়ের সাথে বিতর্কে নাম জড়াতে মা বলেছিল, জন্মের পরেই কেন মৃত্যু হল না তোর?’ অবশ্য বর্তমানে রাখির বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে কোনো আপত্তি নেই মায়ের।
প্রসঙ্গত, রাখি বলেন যে বলিউডে আজ যেটুকু জায়গা তিনি করতে পেরেছেন তার পুরোটাই নিজের দমে। কারণ তিনি কোনো ষ্টার কিড নন, অতিসাধারণ একটি মেয়ে হিসাবেই তার প্রবেশ। এরপর রাখি কে স্বয়ম্বর থেকে বিগ বসের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী।