• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাগ করে শচীন তেন্ডুলকরের পোস্টার ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছিলেন হুমা কুরেশি!

Sachin Tendulkar,Huma Qureshi,Huma Qureshi had torned the picture of sachin tendulkar,হুমা কুরেশি

ক্রিকেটের ভগবান বলে মানা হয় তাকে। তিনি মাস্টার ব্লাস্টার, মাঠে নামলেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের বুকে তুফান তোলেন তিনি। হ্যাঁ, তিনি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ কিংবদন্তী এই ক্রিকেটারের ভক্ত সারা বিশ্ব জুড়েই। এর মধ্যে তিনি ১০০টি সেঞ্চুরিও করেছেন, যা একটি বিশ্বরেকর্ড। তিনি নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সব মিলিয়ে ৩৪,৩৫৭ রান করেছেন। কিন্তু এই ঈশ্বরতূল্য প্রতিভার পোস্টারই ছিঁড়ে ফেলেছিলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।

আসল কারণ হল, হুমার ভাই সাকিব সালিম এক্কেবারে ‘জাবরা ফ্যান’ ছিলেন শচীনের। বড় হয়ে মাস্টার ব্লাস্টারের মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি, তাই তার ঘরে টাঙানো ছিল শচীনের পেল্লাই পেল্লাই সব পোস্টার। আর একবার তুমুল ঝগড়া হওয়ার পর নাকি হুমা ভাইয়ের ঘরের সমস্ত শচীনের ছবি ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছিলেন। সম্প্রতি ‘ইয়াদো কি বারাত’ নামের এক টক শো-য়ে সঞ্চালক সাজিদ খান এবং রিতেশ দেশমুখকে এই কথা খোলামেলা স্বীকার করেন হুমা।

Sachin Tendulkar,Huma Qureshi,Huma Qureshi had torned the picture of sachin tendulkar,হুমা কুরেশি

এই প্রসঙ্গে টক শোয়ে কথা বলতে গিয়ে হুমা জানান, “শচীনের খুব বড় ফ্যান সাকিব। ওর রুমে শচীনের বড় বড় পোস্টার ছিল। একবার ওর সঙ্গে ঝগড়া হওয়ার পর রুমের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেছিলাম।” তবে হুমা এও জানিয়েছিলেন, শচীনের প্রতি কোনো রাগ নেই অভিনেত্রীর, কেননা সেও শচীনকে ভালোবাসেন।

Sachin Tendulkar,Huma Qureshi,Huma Qureshi had torned the picture of sachin tendulkar,হুমা কুরেশি

অন্যদিকে হুমার ভাই সাকিব ও কিছু কম যাননা। ভাই যেমন শচীনের ফ্যান, দিদি সেই ছিলেন সময় ছিলেন পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদির ফ্যান৷ সাকিব জানান, “হুমার ঘরে আফ্রিদির ৩-৪টে পোস্টার ছিল। যেগুলো আমি ছিঁড়ে দিই। বদলা হিসাবে।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥