• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানিমা হিসেবে যাত্রা শেষ! ‘অভিযাত্রীক’ ছবিতে শর্মিলা ঠাকুরের চরিত্রে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে

গত ৪ বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণী’ (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে ‘রানিমা’র চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ইতিমধ্যেই অভিনেত্রীর জন্য মন খারাপ এই মুহুর্তে বাংলার অসংখ্য মানুষের কারণ একটাই, আর পর্দায় দেখা যাবেনা দিতিপ্রিয়াকে।

তখন দিতিপ্রিয়ার বয়স মাত্র ১৫, তাকে বলা হয়েছিল কেবলমাত্র রাণী রাসমণীর কিশোরী বেলার চরিত্রেই অভিনয় করতে হবে। কিন্তু ওইটুকু মেয়ের অভিনয়ের দক্ষতা এতটাই যে কিশোরী বয়স থেকে শুরু করে রাণী রাসমণীর শেষ সময় পর্যন্ত তিনি সেই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করে গিয়েছেন। মাত্র অষ্টাদশীতেও রাণী রাসমণীর বার্ধক্যকালের গম্ভীর ভাবধারা তিনি ফুটিয়ে তুলেছেন। তবে রানিমা হিসেবে দেখা যাবেনা বলে মনখারাপ করার দরকার নেই, খুব শিগগিরই অন্য চরিত্র নিয়ে পর্দায় ফিরবেন দিতিপ্রিয়া।

   

রাণী রাসমণী,গদাধর,দিতিপ্রিয়া রায়,সৌরভ সাহা,rani rashmoni,ramkrishna,Ditipriya roy,zee bangla,শর্মিলা ঠাকুর,অপু,অপর্ণা,apu,aparna,ditipriya roy starring in abhiyatrik as sharmila tagore

দিতিপ্রিয়া জানিয়েছেন তারকাছে ইতিমধ্যেই ব্যাক টু ব্যাক সিরিয়ালের অফার এসেছে। কিন্তু রাণী রাসমণীর পর নিজেকে গ্রুম করার জন্য একটু সময় চান তিনি। এছাড়া তার হাতে রয়েছে অসংখ্য বড় পর্দার কাজ। পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘অভিযান্ত্রিক’-এ তাঁদের অপু ও অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তী এবং দিতিপ্রিয়া রায়কে।

রাণী রাসমণী,গদাধর,দিতিপ্রিয়া রায়,সৌরভ সাহা,rani rashmoni,ramkrishna,Ditipriya roy,zee bangla,শর্মিলা ঠাকুর,অপু,অপর্ণা,apu,aparna,ditipriya roy starring in abhiyatrik as sharmila tagore

সত্যিজিৎ রায়ের পরিচালনার প্রায় ৬০ বছর পর অপু-অপর্ণার নতুন রূপ পাবে দর্শকমহল। সেই ছয় দশক আগের সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের ‘অপুর সংসার’ দাগ কেটে গিয়েছিল বাঙালি দর্শকের মনে। শর্মিলা ঠাকুরের কাল্ট চরিত্রে অভনয় করা অবশ্যই দিতিপ্রিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এছাড়াও অভিষেক বচ্চনের সঙ্গে বব বিশ্বাস ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া।

site