বাড়ির বয়স্কদের তো বটেই মধ্যবয়সী থেকে শুরু করে ছোটদেরও রানী রাসমণি (Rani Rashmoni) সিরিয়াল দেখতে বেশ ভালই লাগে। ধারাবাহিকে অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা একেকটি চরিত্রে যেন প্রাণ প্রতিষ্ঠা করেন৷ ঠিক যেরকম অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), গত ৪ বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণী’ (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে রানিমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আসছেন। এখন তার নিজের নামের চেয়েও বেশি পরিচিতি ‘রানিমা’ ডাকেই।
সিরিয়ালে এক সাধারণ মেয়ে থেকে রানিমা হয়ে ওঠার গল্প। দর্শকেরা জানতে পেরেছেন রানিমার নির্ভীক, সাহসী,দয়ালু চরিত্রের কথা। তার শাসন, তার সততা, নিষ্ঠার কথা। সব মিলিয়ে দর্শকদের কাছে সহস্র পর্ব পেরিয়েও রানী রাসমণি সমানভাবেই জনপ্রিয় রয়ে গেছে। তবে রানী রাসমণি সিরিয়ালটাই কিন্তু প্রথম সিরিয়াল নয় দিতিপ্রিয়ার। এর আগেও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন দিতিপ্রিয়া।
শুরুটা হয়েছিল ২০০৮ সালে দূর্গা নামের একটি সিরিয়ালের হাত ধরে। সিরিয়ালে দূর্গা চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট দিতিপ্রিয়া। এরপর যীশু সেনগুপ্তের সাথে অপরাজিত সিরিয়ালে তিতলির চরিত্রে অভিনয় করেন দিতিপ্রিয়া। সে সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দিতিপ্রিয়া। এরপর কালার্স বাংলা চ্যানেলের ব্যোমকেশ সিরিয়ালে চিংড়ির চরিত্রেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
তবে এরপর ২০১৭ সালে রানী রাসমণি সিরিয়ালে মূল চরিত্র রানীমা ভূমিকায় অভিনয়ের সুযোগ মেলে দিতিপ্রিয়ার। সেই থেকে শুরু করে আজ ২০২১ পর্যন্ত একভাবে রানীমার চরিত্রে অভিনয় করে এসেছে দিতিপ্রিয়া। অভিনয় জীবনে সবচাইতে বেশি জনপ্রিয়তা অভিনেত্রীকে এনে দিয়েছে এই রানী রাসমণির চরিত্রই।
অবশ্য এই সিরিয়ালই শেষ নয়। ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের মহালয়ার অনুষ্ঠানে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। আর সিরিয়ালের অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। ২০১৪ সালে রাজরাজকাহিনী ছবিতে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। এরপর ২০১৬ সালে দেব আই লাভ ইউ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী।
এরপর সিরিয়াল আর নিজের পড়াশোনা নিয়েই বেশ কিছুদিন চলছিল। তবে রানী রাসমণিতে অভিনয় শেষ হয়ে আসতেই বলিউড থেকে ছবির অফার এসে হাজির। শুভজিৎ মিত্রের অভিযান্ত্ৰিক, বলিউডের বব বিশ্বাস ছবিতে ইতিমধ্যেই সাইন করানো হয়ে গিয়েছে দিতিপ্রিয়াকে। এছাড়াও অচেনা উত্তম ছবিতে সাবিত্রী চ্যাটার্জীর চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে।