বরাবরই ছকভাঙা সাহসী কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রী মন্দীরা বেদিকে (Mandira bedi)। কোনো কালেই সমাজের চাপিয়ে দেওয়া নিয়মনীতিকে তোয়াক্কা করেননি অভিনেত্রী। ২২ বছর ধরে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে এসেছেন যাকে, তার শেষ যাত্রায় আরও বাধন ছাড়া হলেন মন্দিরা। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে স্বামীর মৃতদেহ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেত্রী।
দুই সন্তানের মা হয়েও স্বামীর মুখাগ্নি নিজের হাতেই করেছেন অভিনেত্রী। বারংবার কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে তাকে। সদ্যই স্বামীহারা হন অভিনেত্রী মন্দিরা বেদী। তার স্বামী তথা বিখ্যাত পরিচালক রাজ কৌশল (Raj Kaushal) চিরদিনের মত ছেড়ে চলে গেলেন অভিনেত্রীকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল।
কাছের মানুষকে হারিয়ে যখন খান খান হয়ে গিয়েছেন মন্দিরা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন একদল নীতি পুলিশ। তারা সব কিছুর উর্ধে উঠে মন্দিরা বেদীকে আক্রমণ করলেন তার পোশাক নিয়ে। তাদের বক্তব্য, “স্বামীর সৎকারে তিনি কেন জিনস, টি-শার্ট পরে গিয়েছিলেন?” সেই প্রেক্ষিতেই জোর সমালোচনা, কটাক্ষের মুখে পড়তে হয়েছে মন্দিরা বেদিকে।
নেটদুনিয়ার নীতিপুলিশরা পোশাক-পরিচ্ছদ বিধি শেখাচ্ছেন অভিনেত্রীকে। কেউ মন্তব্য করেছেন, “এটা কী নাটক হচ্ছে? অতি পয়সা আর খ্যাতির বিড়ম্বনায় কি আপনার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে, পরিবারে কেউ নেই?” আবার কাউকে বলতে দেখা গিয়েছে, “স্বামীর শেষকৃত্যেও জিন্স পরে এসেছেন?” মন্দিরার উদ্দেশে এহেন অজস্র কটুক্তি ছড়িয়ে পড়েছে সোশ্যাল দুনিয়ায়। সদ্য স্বামীহারা মেয়েটিকে সমবেদনা জানানোর পরিবর্তে তাঁর সমালোচনায় রত হয়েছেন নেটজনতার একাংশ।
যদিও এই ‘নোংরা’ জাজমেন্টাল মানসিকতার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন গায়িকা সোনা মহাপাত্র এবং
অভিনেত্রী সঞ্চালক মিনি মাথুর। এই অবস্থায় মন্দিরার যা মানসিক অবস্থা তাতে কিভাবে তার পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয় তা ভেবেই ক্ষুব্ধ তারা।