• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নুসরত ছাড়াই সুপার ষ্টার নিখিল! বিয়ের আসরে সুন্দরী রমনীদের মাঝে করলেন লুঙ্গি ডান্স

Published on:

নিখিল জৈন Nikhil Jain Lungi Dance

টলিপাড়ার হট টপিক নুসরত জাহান ও নিখিল জৈনের (Nusrat Jahan and Nikhil Jain) বৈবাহিক সম্পর্ক। তুরস্কে নিখিলের সাথে রাজকীয় বিয়ে নাকি বিয়েই নয় দাবি করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদ মামলা চলছে, তারপর মা হতে চলেছেন অভিনেত্রী। এই সব নিয়ে যখন রীতিমত তোলপাড় চলছে তখন রীতিমত সুপারস্টার রূপে ধরা দিলেন নুসরত  স্বামী নিখিল জৈন।

প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন নুসরত ও নিখিল। দেখা সাক্ষাৎ তো দুরস্ত কথা পর্যন্ত হয়নি তাদের। নুসরত রয়েছে  নিজের মত আর নিখিলও নিজের মত করে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি নিখিল জৈন একটি বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন। যেখানে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কিভাবে? তাহলে বলি একেবারে শাহরুখ খান স্টাইলে লুঙ্গি ডান্স করে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি।

নিখিল জৈন Nikhil Jain Lungi Dance

সম্প্রতি নিখিলের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু বিয়ে বাড়ির ক্লিপের দেখা মিলেছে। যেখানে একাধিক সুন্দরী রমণীদের মাঝে শাহরুখ স্টাইল নাচতে দেখা যাচ্ছে নিখিলকে। তার পরনে রয়েছে ভেস্তি, সাথে সাদা  রঙের শার্ট আর কাঁধে রয়েছে সোনালী বর্ডারের উত্তরীয়। যা একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইল। অবশ্য শুধুই সাজ নয় দক্ষিণী পোশাকের পাশাপাশি তামিল গান ‘লুঙ্গি ডান্স’ থেকে শুরু করে অন্য গানে কোমর দুলিয়েছেন নিখিল।

নিখিল জৈন Nikhil Jain Lungi Dance

স্টোরিতে সেই ভিডিও  শেয়ার করে নিখিল লিখেছেন, ‘বোনেদের গাঙ্গের সাথে লুঙ্গিড্যান্স।’ অর্থাৎ বিয়েতে বোনদের সাথে আনন্দের মুহূর্তে মেতেছেন নিখিল। অবশ্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন তাতে আনন্দের মধ্যে থাকাটাই তার পক্ষে ভালো। কারণ বৈবাহিক সম্পর্কের টানা পোড়েনের মাঝে অনেকটাই একা আর বিরহী হয় পড়ছেন নিখিল। সোশ্যাল মিডিয়াতে প্রায়শই এক গাড়ি নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন তিনি।

নিখিল জৈন Nikhil Jain Lungi Dance

প্রসঙ্গত, নুসরতের সাথে বিচ্ছেদের কারণে বেশ কিছুদিন ধরে চর্চায় আছেন নিখিল। তবে ইতিমধ্যেই নতুন গুঞ্জন শোনা যাচ্ছে নিখিলের সম্পর্ক নিয়ে। অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সাথে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিখিল। কারণ সোশ্যাল মিডিয়াতে ত্রিধার ছবি মানেই তাতে সবার আগে আসছে নিখিলের মন্তব্য। তাই অনেকের মনেই প্রশ জাগছে, তাহলে কি নুসরতের বা বদলে ত্রিধা আস্তে চলেছে নিখিলের জীবনে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥