৩৭-এ পা দিলেন বলিউডের (Bollywood) হাস্যকৌতুক অভিনেত্রী ভারতী সিং। এহেন বিশেষ দিনে স্বামী হর্ষ লিমবাচিয়ার (Haarsh Limbachiyaa) উপহারে রীতিমত স্তম্ভিত ভারতী। সোশ্যাল মঞ্চে (Social Media) নিজেদের আঁকাবাঁকা মুখের একটি ভিডিয়ো পোস্ট করেছেন হর্ষ, যা মুহূর্তে ভাইরাল (Viral Video)।
ভিডিয়োয় হর্ষকে গম্ভীর গলায় ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ গাইতে শোনা যায়। আদুরে গলায় ভারতীর প্রশ্ন, “আমার জন্মদিনে আমাকে কিছু উপহার দেবে না?” প্রত্যুত্তরে হর্ষ বলেন, “আপনাকে উপহার হিসেবে এই ছুঁচোর মতো মুখটা দিয়েছি!” ভারতী অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকাতেই লাফিয়ে ওঠেন কারণ ততক্ষণে স্মার্টফোনের (Smartphone) স্ক্রিনে ভেসে উঠেছে দু’জনের বিকৃত মুখের ছবি!
ইনস্টাগ্রামে (Instagram) @bharti.laughterqueen নামে উপস্থিতি রয়েছে ভারতী সিংয়ের। স্ত্রীকে উল্লেখ করে ভিডিয়োর শীর্ষকে ‘শুভ জন্মদিন’ লেখেন হর্ষ। কমেন্টবক্সে (Comments) ভারতীকে বোন হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজ কুন্দ্রা (Raj Kundra)।
View this post on Instagram
ভারতীর ‘বার্থ ডে ব্যাশ’-এর (Birthday Bash) ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে (Insta Story) শেয়ার (Share) করেন অ্যালি গোনি (Aly Goni)। ভিডিয়োয় প্রায় পাঁচটি কেক কাটতে দেখা যায় ভারতীকে। সাদা পোলকা ডটে ভরা কালো পোশাকে ভারতীকে লাগছে চমৎকার, এমনই বক্তব্য বহু নেটিজেনের। কেক কাটার সময় ভারতীকে শুভেচ্ছা জানান হর্ষ ও জ্যাস্মিন ভাসিন (Jasmin Bhasin)। অ্যালিকে বলতে শোনা যায়, “এইবার ভারতী একাই সব কেক খেয়ে ফেলবে!”
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে কপিল শর্মা অনুষ্ঠানের (The Kapil Sharma Show) ফেরত আসার কথা জানিয়েছেন ভারতী। একটি আলোচনাসভার পর সহ-অভিনেতা কৃষ্ণা অভিষেক (Krushna Abhishek) ও কিকু সারদার (Kiku Sharda) সঙ্গে ছবি পোস্ট করেন ভারতী। এ’বছরের শুরুতে ছোট পর্দা থেকে সাময়িকভাবে বিরতি নেন কপিল শর্মা (Kapil Sharma)। স্ত্রী গিন্নি চাতরাথ (Ginni Chatrath), কন্যা অনায়রা (Anayra) ও নবজাতক ত্রিশানের (Trishaan) সঙ্গে সময় কাটানোর উদ্দেশেই এহেন সিদ্ধান্ত নেন কপিল।