দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও বটে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর পরিচিতির গন্ডি বলিউড পেরিয়ে হলিউডের দোরগোড়ায় পৌঁছেছিল বছর কয়েক আগেই। বর্তমানে ‘পিগি চপস-কে আন্তর্জাতিক তারকা বললেও এতটুকুও অত্যুক্তি হয় না। ইন্সটাগ্রাম লিস্টের ভিত্তিতেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
ইন্সটাগ্রামে জনপ্রিয়তার দৌড়ে সেরার তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। হপার ইনস্টাগ্রাম রিচলিস্ট ইয়ার-এর তালিকায় ২৭তম স্থান দখল করেছেন তিনি। ছবি ও ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কত নেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া? এটি জানার আগ্রহ অনেকেরই। প্রিয়াঙ্কার নিজে তা কখনো না জানালেও সম্প্রতি এ বিষয়ে ধারণা পাওয়া গেছে। রিপোর্ট বলছে, অ্যাপের প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা করে নেন তিনি।
দেশি গার্ল ইনস্টাগ্রামের একেকটা প্রচারমূলক ভিডিও থেকে আয় করেন ৪০৩,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার হিসেব ৩ কোটি টাকা। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন ২৭ নম্বরে। যিনি গত বছর ছিলেন ১৯ নম্বরে। সেদিক থেকে দেখতে গেলে, অভিনেত্রীর রেটিং কিছুটা কমেছে বটে, কিন্তু ইন্সটা থেকে প্রাপ্ত আয়ের হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন হলিউডের বড় তারকাদেরও।
প্রিয়াঙ্কার আগে এই লিস্টে জায়গা করে নিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। ইন্সটাগ্রামে আয়ের ভিত্তিতে তার নাম রয়েছে ১৯ নম্বরে। গত বছর তিনি ছিলেন ২৩ নম্বরে। বিরাটের একেকটা পোস্টের আয় প্রিয়াঙ্কার থেকেও ২ কোটি টাকা বেশি। ভারতীয় ক্রিকেট অধিনায়ক পোস্ট-পিছু আয় করেন ৫ কোটি টাকা।