নোবেল ম্যান (Noble Man) যাকে এক ডাকে দুই বাংলার লোক নোবেল বলেই চেনে। ভারতীয় বাংলা বিনোদন চ্যানেলে নোবেলের ঐতিহাসিক পারফরম্যান্স জনপ্রিয়তার এমন এক শিখরে পৌঁছেছে যে বাংলা গানের জগতে আবির্ভাব ঘটেছে এক নক্ষত্রের। নোবেলের আসল নাম মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। গানের দিক থেকে নাম করলেও মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশী এই গায়ক।
দিন কয়েক আগেই একটি পোস্টের মাধ্যমে নোবেল জানিয়েছিলেন , তিনি বাবা হতে চলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। তবে নোবেলের এই দাবিকে কার্যত উড়িয়ে দেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি বলেন, তিনি নাকি অন্তঃসত্ত্বা নন।
এই প্রেক্ষিতেই নোবেল নিজের ফেসবুক হ্যান্ডেলে ফের লম্বা একটি বিবৃতি লিখে জানান, ‘মাতৃত্ব কেবল মাত্র একজন নারীর জন্যই পবিত্র কিংবা সম্মানের বিষয় নয়। একজন পুরুষের জন্যেও অত্যন্ত আনন্দের এবং খুব গর্বের একটি বিষয়। এগুলো নিয়ে কেউ মিথ্যাচার করেনা। একটি শিশুকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেন মা। কিন্তু শিশুর পিতা কিন্তু সেই মা-কে ১০ মাস বুকে আগলে রাখে। আমার স্ত্রী, সালসাবিল তার অন্তসত্ত্বা হবার লক্ষণগুলো আমার সাথে শেয়ার করেন এবং তার ফলশ্রুতিতে আমি এক্সাইটেড হয়ে স্টেটাসটি গণমাধ্যমে প্রকাশ করি। সম্ভব্য পিতা হিসেবে বিষয়টা কি স্বাভাবিক নয়? আপনি বাবা হবার ইঙ্গিত পেলে নিজে কি করতেন বলুন? আমি মাত্র ২৩ বছর বয়সে বাবা হবার খুশি ধরে রাখতে পারিনি।’
নোবেলের দাবি এই স্ট্যাটাস দেওয়ার কিছু মুহূর্ত আগেই তার স্ত্রী তাকে ফোন করে হুমকি দেন, এবং বলেন “এবর্শন” করে ফেলবে। কারণ তার মতে গায়ক নোবেল বাবা হওয়ার যোগ্য নয়। কেননা তার অনেক হেটার্স , অনেক কন্ট্রোভার্সি, লাইভ শো বন্ধ থাকায় তাদের রোজগারও কমে গিয়েছে। কিন্তু নোবেলের অভিযোগ, দুজন প্রাপ্তবয়ষ্ক ছেলে-মেয়ে স্বসম্মতিতে বিয়ে করেছি, তাই আমার স্ত্রীর পিতৃপক্ষ কোনভাবেই আমাদের বিয়ে টিকতে দেবেনা। এমনকি আমার ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে।
নোবেলের আশঙ্কা, সম্ভাব্য শিশুটিকে খুন করা হয়ে থাকতে পারে। নোবেল বলেন, যদিও আমি আমার স্ত্রীকে মেডিকেল টেস্ট করবার আগেই আনন্দে উৎফুল্ল হয়ে স্টেটাসটি দেই। মেডিকেল করলে হয়তো পজিটিভই আসতো। তবে যানিনা এতক্ষনে আমার সম্ভব্য বাচ্চাটি জীবিত আছে নাকি “পিলস” খেয়ে শিশুটির মা শিশুটিকে খুন করেছে। নোবেল এও জানান, তার স্ত্রীই তার কাছে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল।