• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাংলার ক্রাশ’ মদন মিত্রের সঙ্গে খুঁটি পুজোয় গিয়ে ঢাক বাজালেন কৃষ্ণকলির শ্যামা

তিয়াশা রায়,মদন মিত্র,টলিউড,তৃণমূল,দুর্গাপূজা,দুর্বার,Tiyasha Roy,madan mitra,Tollywood,Trinomool

বাংলার ক্রাশ বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) স্নেহধন্যা জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির শ্যামা ওরফে তিয়াশা রায় (Tiyasha Roy) । এর আগেও বহুবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে। দিন কয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তখনও তার ডিসচার্জের দিন হাজির হয়ে গিয়েছিলেন অভিনেত্রী তিয়াশা রায়।

এরপর বেলঘড়িয়ার খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে অভিনেত্রীকে নিয়েই গিয়েছিলেন মদন মিত্র। পরে কামারহাটিতে ত্রাণ ও বিলি করেছিলেন তারা একসাথে। মদন মিত্রর সঙ্গে তিয়াশার ছবি ছড়িয়ে পড়তেই ট্রোলের পালা শুরু হয়ে যায়। কিন্তু সেসবে যে বিশেষ ধার তাদের দুজনের কেউই ধারেননা তা ফের প্রমাণিত।

তিয়াশা রায়,মদন মিত্র,টলিউড,তৃণমূল,দুর্গাপূজা,দুর্বার,Tiyasha Roy,madan mitra,Tollywood,Trinomool

আবার সেই বিখ্যাত জুটির দেখা মিলল দুর্বার কমিটির দুর্গাপুজোর খুঁটিপুজোয়। নবম বর্ষে এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর আমন্ত্রণ রক্ষা করতে একা না অভিনেত্রী তিয়াশাকে সাথে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিধায়ক।

তিয়াশা রায়,মদন মিত্র,টলিউড,তৃণমূল,দুর্গাপূজা,দুর্বার,Tiyasha Roy,madan mitra,Tollywood,Trinomool

সেখানে যৌথ ভাবে খুঁটি বসানো, ঢাক বাজানোর মতো কাজে সামিল হতে দেখা গেল তাঁদের। দুর্বারের খুঁটি পুজোয় মদনকে দেখা গেল সাদা পাজামা-পঞ্জাবিতে। আর তিয়াসা পরেছিলেন লাল প্রিন্টেড ম্যাক্সি ড্রেস। খুঁটি পুঁতে তাদের একসাথে ঢাক বাজাতেও দেখা গিয়েছে।

 

সংবাদমাধ্যমের সামনে দুর্বারের পুজো সম্পর্কে কথা বলতে গিয়ে মদন জানান, ‘যে অঞ্চলের মাটি ছাড়া মা দুর্গার মুর্তি তৈরি সম্পূর্ণ হয় না, সেখানকার পুজো কখনও বন্ধ হতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, দুর্বার কমিটি যেন প্রতি বছর এই অঞ্চলের মা-বোনদের নিয়ে এভাবেই মা দুর্গার আরাধনা করতে পারেন।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥