• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছমাসের গর্ভবতী হয়েও শুটিংয়ে হাজির নুসরত, মা হওয়ার জেল্লা যেন ফেটে পড়ছে অভিনেত্রীর চেহারায়!

Published on:

নুসরত জাহান Nusrat Jahan

সাংসদ তথা টলিউড জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। এযাবৎ তিনি অনেকগুলি চলচ্চিত্রে নানান চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে অভিনেত্রী রাজনীতিতে প্রবেশ করেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী।নিজের কাজকেও খুব ভালোবাসেন নুসরত, কাজে বিরতি দিতে তিনি বিশেষ পছন্দ করেননা। সম্প্রতি জানা গিয়েছে অভিনেত্রী মা হতে চলেছেন। বেশ কয়েকবার নিজের ইনস্টাগ্রাম ওয়াযে অভিনেত্রী নিজের বেবি বাম্প এর ছবিও পোস্ট করেছেন।

নুসরাত এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু শ্যুটিংয়ে তিনি কোনো বিরতি নেননি। গর্ভবতী অবস্থাতেও তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহেও তাকে শ্যুটিং এ দেখা গিয়েছিলো। এই সপ্তাহের মঙ্গলবারও তাকে আবার শ্যুটিংয়ে দেখা যায়। অভিনেত্রী কাজের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও কখনো বিরতি নেননা। গত সপ্তাহে একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন তিনি সেই শ্যুটিং এর ফাঁকে নিজেই ছবি তুলে নিজের ইনস্টা ওয়াল এ পোস্ট করেছিলেন।

নুসরত জাহান Nusrat Jahan

এই সপ্তাহের গত মঙ্গলবারও অভিনেত্রীর আরেকটি শ্যুটিং এর খোঁজ মেলে। অভিনেত্রী নিজের ইনস্টা ওয়াল এ নিজের একটি সুন্দর নিজস্বী তুলে অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন ‘ইওরস লভিংলি (Yours Lovingly)’। অভিনেত্রীর ছবিতে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সুন্দর আকাশি রঙের সালোয়ার কামিজে অভিনেত্রী অনুরাগীদের নজর কেড়েছেন।

নুসরত জাহান Nusrat Jahan

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী চরম বিতর্কের মুখে পড়েছেন. তাকে নিয়ে তলায় পাড়ার আলী-গলিতে এখন চর্চা হচ্ছে। ২০১৯ সালে অভিনেত্রী নিখিল জৈন সাথে বিবাহে আবদ্ধ হয়েছিলেন।  কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক অভিনেত্রী অস্বীকার করেন। শুধু তাই নয়, তিনি একথাও বলেন যে, নিখিল জৈন এর সাথে তার বিয়েই হয় নি। তারা কেবল সহবাস করছিলেন। আর সেটাই উদযাপন করেছিলেন।

Nusrat Jahan Nikhil Jain

অভিনেত্রীর এহেন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন সকলেই। তার এরূপ মন্তব্যের কারণে তাকে নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। উপরন্তু টেলি পাড়ায়  নুসরাত ও যশ  দাসগুপ্তের মধ্যে যে সম্পর্কের গুঞ্জন উঠেছিল তাও এখন বিতর্কিত। অভিনেত্রীর আগত সন্তানের বাবা কে নিখিল না যশ এই নিয়ে গুঞ্জন চরমে থাকলেও অভিনেত্রীর তাতে কোনো মাথাব্যথা নেই।  তিনি নিজের আগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥