বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী (puja banerjee) দর্শকদের কাছে বেশ পরিচিত। বাংলা থেকে শুরু করে হিন্দি সিরিয়ালে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে মন জয় করেছেন দর্শকদের। বর্তমানে সিরিয়ালে অভিনয় না করলেও অভিনেত্রীর জনপ্রিয়তা কিন্তু এতটুকুও ফিকে হয়নি। তাছাড়া সিরিয়ালের গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই পাপ নামের একটি বাংলা ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয়ের সূত্রেই জীবনের প্রিয়জনকে খুঁজে পেয়ে বিয়ে আর বর্তমানে মা হয়ে গিয়েছেন অভিনেত্রী।
প্রথম সিরিয়াল ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ এ অভিনয়ে সময়েই সহ অভিনেতা কুনাল বর্মার সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় পূজার। এরপর বেশ কিছুদিন লিভ ইন করতে শুরু করেন দুজনে। শেষে গতবছর লকডাউনেই বিবাহ বন্ধনে অবোধ হবার সিদ্ধান্ত নেন। ধুমধাম করে নয় বরং রেজিস্ট্রি ম্যারেজ করেন পূজা ও কুনাল। তাদের একমাত্র আদরের সন্তান ছোট্ট কৃশিব।
ইতিমধ্যেই এই মিষ্টি কৃশিবের ভক্ত হয়ে গিয়েছে নেট জনতা। আর তার দুষ্টুমির জেরে হিমসিম খান অভিনেত্রী নিজেও। মাত্র ৮ মাস বয়স তার। আর তাতেই তার দুষ্টুমি দেখার মতো। আর এই প্রতি মুহুর্তের ভিডিও গুলিই ক্যামেরাবন্দী করে রাখেন অভিনেত্রী।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন পূজা। যেটি অনুষ্ঠানের। যেখানে দেখা যাচ্ছে কৃশিবকে নিয়ে কোনো চেয়ারে বসে আছেন অভিনেত্রী। আর তার কোলের উপর দাঁড়িয়ে সমান তালে মায়ের গালে কামড়াতে লাগলো সে। আর কৃশিবের সদ্য ওঠা দাঁতের কামড়ে লাল হয়ে গিয়েছে পূজার ফর্সা টুকটুকে গাল।
তারপর কৃশিবকে হাট্টিমাটিম টিম ছড়া শুনিয়েছেন পূজা। ছোট্ট ধুতি পাঞ্জাবি পরে খুব মিষ্টি দেখাচ্ছে কৃশিবকে। মা ছেলের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পূজার স্বামী কুণাল ভার্মা। অভিনেত্রীর অনুরাগীরা আদরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। ২ লক্ষ ভিউ হয়েছে কৃশিবের এই ভিডিওতে।
View this post on Instagram