বিগত বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় এক নতুন ত্রিকোণ প্রেমের বিতর্ক নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের (kanchan mallick) সাথে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattaraj) নাকি পরকীয়া সম্পর্ক জড়িয়েছেন। এই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল টলিপাড়া সহ সোশ্যাল মিডিয়াতে। আর এই বিতর্ক আরো বেড়ে যায় কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বান্ধোপাধ্যায়ের করা FIR এর পর।
পরকীয়া সম্পর্কের অভিযোগ করা হলেও কাঞ্চন ও শ্রীময়ী উভয়েই এই অভিযোগ একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন। সাথে এমন ধরণের অভিযোগের ঘটনা খুবই নিম্নমানের সেই সম্পর্কে ক্ষোভ প্রকাশও করেছেন। কাঞ্চন মল্লিক দীঘদিন ধরেই অভিনয় জগতের সাথে জড়িত। অন্যদিকে কৃষ্ণকলি সিরিয়ালে রাধারানীর চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী। অভিনয় আর রাজনৈতিক দলে কাজের সূত্রেই তাদের আলাপ এমনটাই জানা গিয়েছে বারবার।
এই সমস্ত নিয়ে যখন বিতর্ক চলছে তখন শ্রীময়ীর একটি ইন্সটা স্টোরি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘Its Over!’ বলে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীময়ী। কিন্তু হটাৎ কেন এমন কথা লিখলেন অভিনেত্রী? এই নিয়েই শুরু হয়েছে জল্পনার। কি শেষ হয়ে যাচ্ছে? নাকি কোনো কিছুর থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তর এখনও অধরাই।
এই স্টোরির আগে অভিনেত্রী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ইন্সটা স্টোরির প্রথম দুটিতে তাই দেখা যাচ্ছে। ছবিতে পরামব্রতকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে শ্রীময়ীকে। ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘ আমার জীবনে দেখা তুমি সবথেকে অসাধারন একজন মানুষ। প্রার্থনা করি তোমার উপর এতটাই আশীর্বাদ থাক যে যারাই তোমাকে দেখবে, এটা শিখবে যে ভাল মানুষরা সবসময় পুরস্কৃত হয়। জন্মদিন খুব ভাল কাটুক। এই দিন বারবার ফিরে আসুক। অনেক ভালবাসা’।
কিন্তু জন্মদিনের শুভেচ্ছাবার্তার পর এমন একটি স্টোরি শেয়ার করলেন অভিনেত্রী এটা নিয়েই শুরু হয়েছে জল্পনার। প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি ত্রিকোণ সম্পর্কের জেরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল ও নোংরা কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।