ইন্ডিয়ান আইডল (Indian Idol) ভারতীয় টেলিভিশনের এটি বিখ্যাত গানের রিয়্যালিটি শো। দেখতে দেখতে ১১টি সিজেন পেরিয়ে সিজেন ১২ চলছে বর্তমানে। কিন্তু ইন্ডিয়ান আইডল ১২ বেশ কিছু সময় ধরেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে ইন্ডিয়ান আইডল কিশোর কুমারকে (Kishore Kumar) নিয়ে আয়োজিত বিশেষ পর্বে স্পেশাল অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার (Amit Kumar)। তিনি এক সাক্ষাৎকারে জানান যে একেবারেই উপভোগ করেননি অনুষ্ঠান।
শোতে বিচারকের আসনে রয়েছে গায়িকা নেহা কক্কর, হিমেশ রেশমিয়া, ও বিশাল দাদলানি। এর আগে অনু মালিক ও ছিলেন বিচারকের আসনে। এবার বিচারক অনু মালিকের (Anu malik) বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। এমনকি কয়েকজন তারকাও মুখ খুলেছেন এই শোয়ের বিরুদ্ধে। এবার অনু মালিকের বিরুদ্ধে মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র (sona mohapatra)।
অনেকদিন ধরেই বিচারকের আসনে রয়েছেন অনু মালিক৷ এবার তার বিরুদ্ধেই সোনা মহাপাত্র সরব হয়ে ট্যুইটারে লিখলেন, ‘অনু মালিক সম্ভবত মিটু অভিযোগটা ভুলে গিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে শোয়ে বিচারকের আসনে রয়েছেন তিনি। ইন্ডিয়ান আইডল, সোনি টিভি, অনু মালিক এর মতো হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি টুইটে।’
ট্যুইট শেয়ার করে সোনা আরো লেখেন, ‘আবর্জনা আবর্জনাকেই পছন্দ করে’। গায়িকার এই ট্যুইট নিমেষে ভাইরাল ও হয়ে পড়ে। প্রসঙ্গত, এর আগেও অনু মালিকের বিরুদ্ধে মিটু’র অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত, নেহা ভাসিনের মতো গায়িকারা। এসব অভিযোগের পরেও কীভাবে অনু মালিক বিচারক হন তাই নিয়েই প্রশ্ন তুলেছেন গায়িকা।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অনু দাবি করেন তিনি কোনো ভুল কাজ করেননি। বিবৃতিতে তিনি বলেন, ‘এক বছর হয়ে গেল আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের যা আমি করিইনি। এত বছর আমি অপেক্ষা করেছিলাম সত্যিটা নিজে থেকে প্রকাশ হওয়ার জন্য। কিন্তু আমি বুঝতে পেরেছি আমার এই নীরবতাকে আমার দুর্বলতা বলে ভেবে নেওয়া হয়েছে। দুই মেয়ের বাবা হয়ে আমি এমন কিছুর ব্যাপারে ভাবতেও পারি না, করা তো দূরের কথা।’