• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিয়ার সাথে বিগবসে আসছেন অঙ্কিতা! অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী

রিয়া চক্রবর্তী,অঙ্কিতা লোখান্ডে,বিগ বস,সুশান্ত সিং রাজপুত,Rhea Chakraborty,Ankita Lokhande,Bigg boss,Shahant singh rajput

গত কয়েকদিন ধরেই একটি গুঞ্জনে পেজ থ্রির পাতা সরগরম ছিল। শোনা যাচ্ছিল, বিগবসের (Bigg Boss) আসন্ন সিজনে প্রতিযোগী হিসাবে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকে (Ankita Lokhande) । প্রায় সপ্তাহ খানিক ধরেই এই খবরেই ছেয়ে গিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাতা।

এবার এতদিন সমস্ত কিছু দেখার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিনি নিজের
ট্যুইটার হ্যান্ডেলে এবার সরাসরিই লিখলেন, অদূর ভবিষ্যতেও তাকে বিগবসে দেখতে পাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই।

Sushant Singh Rajput Ankita Lokhande Serial Pavitra Rishta 12 Years

অঙ্কিতা সাফ জানান, “বিষয়টি আমার নজরে এসেছে । কিছু সংবাদ মাধ্যমে লেখালেখি চলছে বিগ বসের আগামী সিজনে নাকি আমি অংশ নিচ্ছি। আমি তাঁদের পরিষ্কার করে একটা কথাই বলতে চাই এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। আমি কোনোভাবেই এই শোতে অংশ নিচ্ছিনা। ”

রিয়া চক্রবর্তী,অঙ্কিতা লোখান্ডে,বিগ বস,সুশান্ত সিং রাজপুত,Rhea Chakraborty,Ankita Lokhande,Bigg boss,Shahant singh rajput

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই অঙ্কিতাকে নিয়ে শুরু হয় নোংরা ট্রোলিং। সুশান্ত অনুরাগীদের একাংশের মত, ব্যক্তিগত সম্পর্ককে পর্দায় বেচতেই নাকি ওই রিয়ালিটি শো-তে অংশ নিচ্ছেন অঙ্কিতা। যা নিয়ে অঙ্কিতা লেখেন, “যার অংশই আমি নই মানুষ আজকাল তা নিয়েও ঘৃণা ছড়াতে বাকি রাখছেনা”।

রিয়া চক্রবর্তী Rhea Chakraborty অঙ্কিতা লোখান্ডে Ankita Lokhande

শুধু তাইই নয় শোনা যাচ্ছিল, অঙ্কিতার সঙ্গে নাকি এই একই মঞ্চে অংশ নিতে চলেছেন সুশান্তের ‘চর্চিত’ প্রেমিকা রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty)। যদিও এই খবরেরও সত্যতা ঠিক কতটা অঙ্কিতার বিবৃতির পর তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। আদৌও বিগবসের তরফে রিয়ার কাছে প্রস্তাব গেছে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। কিন্তু এ ব্যাপারে এখনও মুখ খোলেননি রিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥