• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুরির দায়ে গ্রেফতার মিঠাই! অসংখ্য মানুষের গুরুতর অভিযোগে জর্জরিত সৌমিতৃষা কুন্ডু

মিঠাই Mithai Actress Soumitrish Kundu

বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সবচাইতে জনপ্রিয় সিরিয়াল বলতে যে মিঠাই সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের জনপ্রিয়তা যে সব থেকে বেশ সেটা টিআরপি তালিকা দেখলেই প্রমাণ মেলে। প্রতি সপ্তাহেই ছক্কা হাঁকাচ্ছে মিঠাই। সত্যি বলতে কি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) দুর্দান্ত অভিনয় যেন মন্ত্রমুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। সিরিয়ালে মিষ্টি বিক্রেতা মিঠাইয়ের বিয়ে হয়েছে মোদক পরিবারের উচ্ছেবাবু থুড়ি সিদ্ধার্থর সাথে।

অল্প সময়েই এত জনপ্রিয়তা পাওয়া সৌমিতৃষা গত ৫ বছর ধরেই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের পর, একে একে ‘জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ ইত্যাদি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তারপর অভিনয়ের জোরেই ‘কনে বউ’ এ প্রধান চরিত্র পেয়ে যান মিষ্টি অভিনেত্রী। এই ধারাবাহিক শেষ হতে না হতেই ‘মিঠাই’ এ সুযোগ পেয়ে যান অভিনেত্রী।

মিঠাই,বাংলা সিরিয়াল,সিদ্ধার্থ,নকল,সিড,উচ্ছেবাবু,Mithai,Bengali serial,sidhdhartho,serial,copy

মনোহরা বিক্রেতা এই মিষ্টি বিক্রেতার মিষ্টতাতেই এখন মজেছে ৮ থেকে ৮০। মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইদানিং বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা বিশাল ফ্যান ফলোয়িং হবার দরুন মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে পরে।

মিঠাই,বাংলা সিরিয়াল,সিদ্ধার্থ,নকল,সিড,উচ্ছেবাবু,Mithai,Bengali serial,sidhdhartho,serial,copy

এবার মিঠাই ওরফে সৌমিতৃষার অনুরাগীরাই গুরুতর অভিযোগ আনলেন তার বিরুদ্ধে। তাও যে সে অভিযোগ নয়, চুরির অভিযোগ। এই অভিযোগের দায়ে অভিনেত্রীকে গ্রেফতারও করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় এক লক্ষ তেইশ হাজার অনুগামীর মন চুরি করেছেন অভিনেত্রী। সম্প্রতি এমনই এক বার্তা শেয়ার করা হয়েছে অভিনেত্রীর ফ্যানপেজ থেকে। লজ্জিত তো ননই বরং এই চুরির দায় মাথা পেতে নিয়ে বেশ খুশি হয়ে এই ছবি নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ারও করেছিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥