টলিউডের পাওয়ার কাপল হিসাবেই পরিচিত রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) জুটি। বিয়ের দিন থেকে আজও অটুট তাদের ভালোবাসা। টলিউডের সেলেব কাপলদের মধ্যেই জনপ্রিয়তার শীর্যেই রয়েছেন দুজনে। ২০১৮তে বিয়ের পর থেকে কেটে গিয়েছে তিনটি বছর, এখনো অটুট রয়েছে ভালোবাসা। স্ত্রী শুভশ্রীকে অসম্ভব ভালোবাসেন রাজ। সম্প্রতি তার প্রমাণ স্বরূপ নিজেদের বিয়ের ভিডিও শেয়ার করেছেন পরিচালক।
টলিউডের বিখ্যাত পরিচালকের বাড়িতে বউ হয়ে এসেছিলেন অভিনেত্রী শুভশ্রী। সেদিন থেকেই রাজঘরিণী উপাধি জুড়ে ছিল অভিনেত্রীর নামের পাশে। ইতিমধ্যেই মা হয়েছেন শুভশ্রী। গতবছর লকডাউনে শুভশ্রীর কোল এল করে এসেছে রাজপুত্র যুবান। জন্মের পর থেকেই সেও সেলেব্রিটির থেকে কোনো অংশে কম নয়। তবে ছেলে হলেও নিজেদের ভালোবাসা কিন্তু রয়েছে একই রকম।
সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে যে ভিডিওটি শেয়ার করেছেন রাজ চক্রবর্তী সেটি হল তাদের বিয়ের ভিডিও। যেখানে শুভ দৃষ্টি থেকে শুরু করে সিঁদুর দানের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার হবার পর থেকে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। আসলে রাজ-শুভশ্রীর ফ্যান ফলোইং নেহাত কম নয়। ভিডিও শহরে হবার কিছু সময়ের মধ্যেই সাড়ে ৩৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া হয়ে গিয়েছে।
অবশ্য ভিডিওটি মাত্র ২১ সেকেন্ডের ভিডিও। যেখানে মূলত সিঁদুর দান আর শুভ দৃষ্টির সময় চোখ মারার দৃশ্য রয়েছে। এই ভিডিও ক্লিপটির আসল ভিডিও দেওয়া রইল নীচে। বিয়ের পর তাদের বিবাহ নিয়েই তৈরী এই ছোট্ট ট্রেলার ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছিল। যেটা সেই সময় বেশ ভাইরাল হয়েছিল।
প্রসঙ্গত, শুধু যে একজন ভালো প্রেমিক বা স্বামী তা কিন্তু নয়! একজন ভালো বাবা হিসাবেও রাজ চক্রবর্তীর তুলনা নেই। ছেলের সাথে মাঝেমধ্যেই ছবি শেয়ার করেন রাজ। কখনো জীবনের প্রথম উপার্জনে কেনা পালসার গাড়ি তো কখনো চার চাকায় ছোড়ে খুদে রাজপুত্রের সাথে বেরু বেরু। সোশ্যাল মিডিয়ার পর্দায় রাজের শেয়ার করা ছবি হোক বা ভিডিও নিমেষেই তা ভাইরাল।