মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন অভিনেতা-প্রযোজক আলি ফজল (Ali Fazal)। বহুদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়ে কাজও করছেন তিনি। বিশেষত করোনা এবং লকডাউন এই দুটো শব্দের সঙ্গে মানুষ পরিচিত হওয়ার পর থেকে মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো ক্রমাগত জাঁকিয়ে বসেছে ঘরে ঘরে। এবার নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন আলি ফজল।
২০০৯ সালে সুপার ডুপার হিট ছবি ‘3 idiots’ এ অভিনয় করে বলিউডে ডেবিউ করেছিলেন আলি ফজল৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একের পর এক ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে তার অভিনীত গুড্ডু ভাইয়ার চরিত্রটি মানুষের মনে থেকে যাওয়ার মতোই।
কিন্তু ‘3 Idiots’ করার পর ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। 3 Idiots ছবিতে তাঁর অভিনীত চরিত্র জয় লোবো তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছিলেন আলি ফজল।
এই প্রসঙ্গে আলি ফজল বলেন, ‘একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম আমি। কিন্তু জানেন তার প্রভাব কতটা ছিল? সেই সময়ে কয়েক জন কলেজ পড়ুয়া নিজেদের ক্ষতি করেছিল। একটি নিউজ চ্যানেল থেকে আমাকে ফোন করে সরাসরি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি ছবির পর্দায় যে চরিত্রটি করেছেন, বাস্তবেও ঠিক তেমনটাই হচ্ছে। আপনার কেমন লাগছে? ভীষণ আঘাত পেয়েছিলাম এই প্রশ্নে। আমি নিজেও তখন কলেজ পড়ুয়া। ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনও ধ্যান ধারণাই ছিল না। মানসিক অবসাদে ভুগছিলাম। একদিন রাজু স্যারের (Rajkumar Hirani) সঙ্গে কথা বললাম। ওঁকে পুরো বিষয়টা জানালাম। আমাকে ভরসা দিয়ে বললেন, ভবিষ্যতে এমন কেউ কোনও প্রশ্ন করলে প্রযোজকের সঙ্গে কথা বলতে বলবে।’