স্ব ঘোষিত ফিল্ম সমালোচক কমল রশিদ খান (Kamal Rashid Khan) ওরফে কেআরকে (KRK)। কিছুদিন আগে সালমান খানের (Salman Khan) দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’ এর মুক্তির পর শিরোনামে উঠে এসেছিলেন কেআরকে। কারণ রাধে ছবিটি মুক্তি পাবার পরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। সেই সময় কেআরকে নিজের রিভিউতে কেআরকে বলেন, ‘রাধে দেখে মাথা ঘুরছে, কান্না পাচ্ছে। কি দেখছি কিছুই বুঝতে পারছি না। এমনকি বাকি সিনেমা দেখার সাহস পর্যন্ত হচ্ছে না। মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছি, ওষুধ খেতে হবে’।
এরপর সালমান খানের সাথে রীতিমত ঝামেলায় জড়িয়ে পড়েন কেয়ারকে। এমনকি কেয়ারকের বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত দায়ের করেন সালমান খান। মামলা করার পর কেআরকে বলেন, সালমান খান পায়ে ধরে ক্ষমা চাইলেও সালমানের ছবি রিভিউ করা বন্ধ করবেন না তিনি। কিন্তু এবার আইনি নোটিশ হাতে পাবার পরেই হটাৎ উল্টো সুর শোনা গেল কেআরকের গলায়।
সম্প্রতি একটি টুইটে কেআরকে জানিয়েছেন, ‘ প্রিয় সালমান খান আমি স্বেচ্ছায় তোমার ওপর সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। কারণ আমি তোমাকে বা অন্যকাউকে দুঃখ দিতে চাই না। আমি মামলা চালিয়ে যাবো তোমার বিরুদ্ধে কোর্টে। আর আমি তোমার আগামী ছবিগুলো রিভিউ করব যদি কোর্ট থেকে অনুমতি মেলে। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল’।
অবশ্য এই একটি টুইটে শেষ হয়নি তার বক্তব্য। এর পরের একটি টুইটে তিনি আরো লেখেন, ‘তোমার টিমকে চেক করতে বলো কোনো ভিডিও ডিলিট করে বাকি রয়েছে কি না। যদি থাকে তাহলে আমাকে জানাও সেটাও ডিলিট করে দিচ্ছি’। হটাৎ কি এমন হল যে একেবারে ৩৬০ ডিগ্রি বদলে গেলেন কেআরকে! এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বিটাউনে থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে।
কেআরকের এই টুইটের খবর প্রকাশ পেতেই প্রাথমিক ভাবে দুটি অপশন মাথায় আসে। যার একটি হল সালমান খানকে ভয় পেয়েছেন কেআরকে। মামলার কারণে বেশ চাপে রয়েছেন তিনি। তাই ভিডিও ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছেন। আর অন্যটি হল সালমান খানের প্রতি সদয় হয়েছেন তিনি। যদিও আসলে কোন উদ্দেশ্যে এই ভিডিও ডিলিট হল সেটা আগামী দিনেই স্পষ্ট হয়ে যাবে।