দেশের মাটি সিরিয়ালের সূত্রে বর্তমানে টলিপাড়ায় বেশ পরিচিত ও জনপ্রিয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Bandhoypadhyay)। দেশের মাটি সিরিয়ালটি প্রাথমিকভাবে নোয়া-কিয়ানের কাহিনী দিয়ে শুরু হলেও বর্তমানে সেই কাহিনীতে রাজা-মাম্পির আলাদাই একটা পরিচয় রয়েছে। দর্শকদের কাছে রাজা অভিনেতা রাহুলের জনপ্রিয়তা আলাদাই মাত্রা এনে দিয়েছে। তবে এই রাজা তথা রাহুলের কিন্তু রিল আর রিয়েল দুটোই গুঞ্জনে ভরপুর।
আসলে টলিউডের বহুদিনের অভিনেতা রাহুল। ‘চিরদিনই তুমি যে আমার’ নামের ছবিতে প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) সাথে প্রথম ছবি করেছিলেন অভিনেতা। কমার্শিয়াল প্রেমকাহিনী নয় একেবারে বাস্তব প্রেমের একটি কাহিনীকে ভিত্তি করেই ছিল সিনেমার গল্প। ছবিটি রিলিজের পর সুপার হিট হয়েছিল, এতটাই হিট হয়েছিল যে আজও দর্শকদের মনে গেথে রয়েছে ছবিটি।
ছবি থেকেই শুরু হয়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার প্রেম কাহিনীর। ছবিতে মিলন না হলেও বাস্তবে স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় দুজনের। বিয়ের পর এক সন্তানও হয়েছে তাদের। কিন্তু প্রিয়াঙ্কার সাথে প্রেমের সম্পর্কের অবনতি হয়েছে। বর্তমানে আলাদা থাকেন দুজনে কোর্টে আটকে রয়েছে দুজনের বিবাহ বিচ্ছেদের মামলা। তবে ছেলে সহজের প্রতি বাবা হিসেবে রাহুলের টান অক্ষুণ্ণ আছে।
এদিকে, একসময় ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে অভিনেতা রাহুলের সঙ্গে জুটি বাধায় অনেকেই মনে করতেন যে সন্দীপ্তা এবং রাহুলের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি অনেকে এখনও মনে করেন যে, তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু তাঁরা বারবারই বলেছেন তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু। এদিকে দুজনকে বহুবারই দেখা গিয়েছে একসাথে পাহাড়ের কোলে, কিংবা নির্জনে সময় কাটাতে।
তবে গুঞ্জন শোনা গেলেও কখনোই এ ব্যাপারে কিছুই স্বীকার করতেনা দু’জনের কেউই। অবশেষে সমস্ত ঢাক ঢাক গুড় গুড় ছেড়ে যা এতদিন করেননি সেটিও করে ফেললেন রাহুল। সন্দীপ্তা সেনের সাথে ছবি শেয়ার করে রাহুল লিখছেন, ‘প্রিয়’। আর বহুদিন পরে দুজনকে একসাথে দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও।