এখন টলিপাড়া (Tollywood) কার্যত সরগরম নিখিল জৈন (Nikhil Jain) এবং অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিবাহ বিচ্ছেদের খবরে। ২০১৯ সালে জাঁকজমক করে বিয়ে করে, ২০২১ এই গুঞ্জন শোনা যায় একসাথে থাকছেন না নিখিল-নুসরত। অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। শেষে নুসরত সাফ জানান, যশের সঙ্গেই এই মুহূর্তে ডেট করছেন তিনি।
এদিকে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় চারিধার। অথচ নিখিল আগেই জানিয়েছেন দীর্ঘদিন আলাদা থাকছেন তারা, ফলত এই সন্তান তার নয়। অন্যদিকে, দিন কয়েক আগেই নুসরত বিবৃতি দিয়ে জানান, “নিখিলের সাথে তিনি কেবল সহবাস করেছেন, তাদের কোনোরকম বিয়েই হয়নি”। এছাড়াও নিখিলের বিরুদ্ধে একেরপর এক গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী সাংসদ।
নুসরতের দাবি, তুরস্কে গিয়ে তারা যে পদ্ধতিতে বিয়ে সেরেছিলেন সেটা ছিল অবৈধ। ভারতীয় নিয়ম বা হিন্দু-মুসলিম ধর্মের সামাজিক নিয়ম কোনোটাই মেনে হয়নি এই বিয়ে। যদি নিয়ম মেনে বিয়েই না হয়ে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদের কথা আসছে কোথা থেকে? নিখিলের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ, তার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়েছেন নিখিল। এছাড়াও নুসরতের গয়না, পোশাক, ব্যাগ আটকে রেখেছেন নিখিলের পরিবার।
এবার এই গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় পরিচালক তথা তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী। নুসরতের প্রসঙ্গে প্রথমেই রাজ জানান, ” নুসরতকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান মেয়ে বলেই জানতাম। কোথায় কী বলতে হয় সেটা ও জানে। সেই কথা গুলো বলার সময়েই হয়ত ভুল হয়ে গেছে। ”
ভবিষ্যতে নুসরত যাতে নিজেকে সংশোধন করেন সেই পরামর্শও দিয়েছেন পরিচালক। পরিচালক রাজ চক্রবর্তী মতে, যখন এত মানুষ কোনো বিধায়ক বা সাংসদকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ভোট দিয়ে জিতিয়ে আনে, তখন জেতার পরে সেই সাংসদেরও কিছু কমিটমেন্ট থাকে। তাই রাজের বক্তব্য, ও একজন দলের প্রতিনিধি, পরবর্তীতে ও নিশ্চিত নিজেকে সংযত করবে।
প্রসঙ্গত, নুসরতের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি মহামান্য সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন, সেখানে তিনি নিজেকে “নুসরত জাহান রুহি জৈন” অর্থাৎ নিখিলের স্ত্রী হিসেবেই পরিচয় দিয়েছিলেন। আর তার বিয়ে নিয়ে প্রকাশিত বিবৃতির পরেই, বসিরহাটের সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য।