• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহ বিতর্কের মাঝেই ভাইরাল কাঞ্চন-শ্রীময়ীর টুম্পা গানে উত্তাল নাচ ! হেসে খুন নেটিজেনরা

tumpa kanchan mallick

টুম্পা’র (Tumpa) জনপ্রিয়তা নিয়ে আর নতুন কিছুই বলার নেই। পুজো থেকে বিয়ে, ভাসান থেকে পিকনিক সবেতেই এবার সকলের একটাই চাহিদা ‘ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না’। টুম্পা গানে নাচেননি এমন বাঙালি পাওয়া বোধহয় দুষ্কর। অনির্বাণ ভট্টাচার্য থেকে সৃজিত মুখার্জি, শ্রীলেখা মিত্র থেকে রচনা ব্যানার্জি কেউই বাদ যাননি টুম্পায় কোমর দোলাতে।

তাই টলিউডের হাসির রাজা কাঞ্চন মল্লিক (kanchan mallick)-ও এবার টুম্পা (Tumpa) শুনে আর নিজেকে সামলাতে পারলেন না। মেকআপ রুমের ভিতর সহ-অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘টুম্পা’ গানে তুমুল নাচলেন অভিনেতা। বোঝাই যাচ্ছে শ্যুটিং এর অবসারে এভাবেই একটু অক্সিজেন নিচ্ছিলেন শ্রীময়ী-কাঞ্চন।

কাঞ্চন মল্লিক,পিংকি ব্যানার্জি,শ্রীময়ী চট্টোরাজ,টলিউড,তৃণমূল,Kanchan Mullick,shreemoyi chattoraj,pinky banejee,sales man,kanchan Mullick life story,tumpa sona

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শ্রীময়ী-ই শেয়ার করেছেন এই নাচের ভিডিও। ভিডিওতে কাঞ্চনকে দেখা গিয়েছে প্রিন্টেড জগার্স প্যান্ট আর লাল জ্যাকেট আর শ্রীময়ী সেজেছিলেন সী গ্রীন রঙের সোনালির জড়ির শাড়ি। এই মজার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

কাঞ্চন মল্লিক,পিংকি ব্যানার্জি,শ্রীময়ী চট্টোরাজ,টলিউড,তৃণমূল,Kanchan Mullick,shreemoyi chattoraj,pinky banejee,sales man,kanchan Mullick life story,tumpa sona

প্রসঙ্গত, সদ্য ইউটিউবে (Youtube) রিলিজ হয়েছে অভিজিৎ সরকারের স্বাধীন ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ (Rest in prem) এর একটি আইটেম সং টুম্পা (Tumpa)। আরজে সায়ন (Rj sayan) , স্ট্যান্ডআপ কমেডিয়ান দীপাংশু আচার্য্য (Dipangshu acharya) ছাড়াও এই গানের ‘টুম্পা’ হিসেবে ছিল সুমনা দাস। এখন সবার মুখে মুখে একটাই গান ‘টুম্পা সোনা’।আট থেকে আশি কেউই এই গান শুনে না নেচে নিজেকে সামলাতে পারে না।আর এই ‘টুম্পা’ বিপুল জনপ্রিয়তার সাম্রাজ্যেই ভাগ বসাতেই বাজারে হাজির নতুন গান পুটকি ভাই (Putki bhai)।

কাঞ্চন মল্লিক,পিংকি ব্যানার্জি,শ্রীময়ী চট্টোরাজ,টলিউড,তৃণমূল,Kanchan Mullick,shreemoyi chattoraj,pinky banejee,sales man,kanchan Mullick life story,tumpa sona

প্রসঙ্গত, অভিনেতা তথা শাসকদলের বিধায়ক কাঞ্চন মল্লিক (kanchan mallick)। সম্প্রতি নতুন গুঞ্জন উঠেছে সিরিয়ালের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (sreemoyee chattoraj) সাথে নাকি প্রেম করছেন কাঞ্চন। এই খবর রীতিমত হট টপিক হয়ে পড়েছে সর্বত্র। এই নতুন ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তোলপাড় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (pinki bandhopadhyay) FIR দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥