কয়েকদিন সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে একটাই নাম নুসরত জাহান (Nusrat Jahan) । তার ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তার। এদিন নুসরত বিবৃতি দিয়ে জানান, “নিখিলের সাথে তিনি কেবল সহবাস করেছেন, তাদের কোনোরকম বিয়েই হয়নি”। তারপর থেকেই চর্চায় এসে পড়েছেন নিখিল নিজেও।
হঠাৎ এই চর্চার মাঝেই দেখে গেল, ত্রিধার ছবিতে ভালোবাসার প্রকাশ করলেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈন। ত্রিধার অনুরাগীদের মধ্যে এবার একদম সামনের সারিতেই উঠে এসেছে নিখিল জৈনের নাম।
ত্রিধার এই ছবিটিতে যদিও ঘাম ঝড়ারই মত। ছিপছিপে শরীরে ত্রিধার গায়ে কেবল অন্তর্বাস, এবং কোমড়ে জড়ানো এক চিলতে কাপর। শরীর থেকে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। এই ছবির নেপথ্যে বেজেছে এমা পিটার্সের কোকেইনা রিমিক্স ‘ক্ল্যানডেসটিনা’। এই রিল ভিডিয়োই সোমবার রাতে পছন্দ করেছেন ৫০ হাজার নেটাগরিক। কেউ মন্তব্য বিভাগে ছড়িয়ে দিয়েছেন ভালবাসার চিহ্ন। কেউ দিয়েছেন আগুনের ইমোজি।
সেই উষ্ণতাতেই পুড়ে ছারখার হয়ে গেল নিখিল নিজেও। সে কোনো মন্তব্য না করলেও ইতিমধ্যেই নিখিলের এই ভালোবাসার প্রকাশ হয়ে উঠেছে তুমুল চর্চার বিষয়। সোমবার ছিল বিশ্ব সঙ্গীত এবং যোগাসন দিবস, সেই উপলক্ষেই ছবিটি শেয়ার করেছেন উঠতি অভিনেত্রী৷
View this post on Instagram
ত্রিধার কথায়, প্রাণ ভরে গান শুনলে আর মন দিয়ে যোগা করলে কী হয়? ত্রিধা চৌধুরীর বলছেন, সুস্থ শরীর আর শান্ত মন পাওয়া যায়। তার এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ছবির বাড়তি গুরুত্ব বাড়িয়ে দিয়েছে নিখিলের রিয়্যাকশন।