• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেহালার সুরে গান গাওয়া ‘ভগবানের’ দেখা পেলেন রাজ চক্রবর্তী, থাকার ব্যবস্থা করেছেন পরিচালক

Published on:

Raj Chakraborty helped bhagawan mali

করোনার খবর আর মনখারাপের ভিড়ে যখন ক্লান্ত হয়ে ওঠে মন তখন একটু গান শুনতে সকলেরই ভালো লাগে। কথায় আছে অনেক ব্যাথা যন্ত্রণা নাকি গানের মধ্যে দিয়ে ভুলে থাকা যায়। এই কথাটা কতটা সত্যি আমরা হয়তো বুঝতে পারি না। তবে কিছু শিল্পীরা রয়েছেন আমাদের আশেপাশে যারা এই গানকে আঁকড়ে ধরেই অভাবের শত যন্ত্রণা সহ্য করেও বেঁচে আছেন। তাদের দেখলে নিজেদের কষ্টটাও তুচ্ছ মনে হবে!

কিছুদিন আগেই এমন এক শিল্পীর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট মাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছিল এক মাথা পাকা চুল আর সাদা দাড়ি নিয়ে ভবঘুরের মত এক ব্যক্তিকে। দেখে অতিসাধারণ মনে হলেও অসাধারণ বেহালা বাজাতে পারেন তিনি। তার বেহালার সুর যেন মন্ত্রমুগ্ধ করে তুলবে আপনাকে। গুপী বাঘার গানের মত চুপটি করে দাঁড়িয়ে শুনবেন সেই বেহালার (Violin) সুর আর গান।

Image

ভিডিওতে যাকে দেখা গিয়েছিল তার নাম ভগবান মালি (bhagawan mali)। কলকাতার রাস্তাতেই ঘুরে ঘুরে গান করেন তিনি। সম্বল বলতে  একটি বেহালা যেটা বাজিয়ে পথচলতি মানুষকে ক্ষনিকের জন্য মন্ত্রমুদ্ধ করে দেবার ক্ষমতা রয়েছে ভগবানবাবুর। মালদায় থাকতেন তিনি, একটি মেয়ে আছে যার বিয়ে হয়েছে কলকাতায়। ছোট্ট সংসারে মাথা গোঁজার ঠাঁই নেই উপরন্তু লকডাউনের জেরে আটকা পড়ে গিয়েছেন কলকাতাতেই।

মেয়ের বাড়ি যে থাকবেন সেটাও হচ্ছে না। একে ছোট সংসার তারপর লকডাউনে তালা পড়েছে জামাইয়ের কাজে। মেয়ে-জামাই আর ছোট্ট নাতনিকে নিয়ে তাই চিন্তার পাহাড় ভেঙে পড়েছে মাথায়। শেষে গান আর বেহালাকেই সম্বল করে নাতনির জন্য আনারখোঁজে ফুটপাতে বসে বেহালায় সুর তুলছেন তিনি।

গান গেয়ে যেটুকু টাকা পান সেটা দিয়েই খাবার কিনে নিয়ে যান মেয়ে-জামাই আর ছোট্ট নাতনির জন্য। সম্প্রতি বেহালাবাদক এই ভগবানের দেখা পেয়েছেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (raj chakraborty)। দেখা হবার পর কলকাতাতেই তাঁর পরিবারের থাকার ব্যবস্থা করে দিয়েছেন রাজ চক্রবর্তী। মাথার ওপর থাকার ছাদ পেয়ে বেজায় খুশি হয়েছেন ভগবানবাবু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥