টলিপাড়ায় তথা সিরিয়ালের জগতে বেশ পরিচিত অভিনেত্রী জুন আন্টি (June Aunty)। যদিও জুন আন্টি কিন্তুই তার অভিনয় কেরিয়ার প্রদত্ত নাম। অভিনেত্রীর আসল নাম ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। শ্রীময়ীতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে আজ নিজের আসল নামের চেয়ে ‘জুন আন্টি’ নামেই পরিচিতি তার কয়েকগুণ বেশি। আজ আর রিল লাইফ নয়, জেনে নেব জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তীর প্রেম কাহিনি।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তার রঙচঙে প্রথম প্রেমের সেই রোমাঞ্চকর কাহিনি। জুন আন্টি স্মৃতির পাতা উলটে এক্কেবারে শুরু থেকেই শুরু করলেন। ঊষসী তখন সবে মাত্র কলেজে ভর্তি হয়েছেন, ছেলেটি জয়েন্ট দিয়েছে। দুজনের চোখেই টগবগিয়ে ফুটছে লাল বিপ্লবের স্বপ্ন। অভিনেত্রী জানান, প্রেসিডেন্সি কলেজের একটি অনুষ্ঠানে ছবি এঁকে হাতে কার্ড বানিয়ে তাকে প্রেম নিবেদন করেছিলেন অভিনেত্রীর সেই সময়ের প্রেমিক। ছবিতে ছিল, একটি ছেলে একটি মেয়েকে প্রেম নিবেদন করছে। মেয়েটিও তাতে খুশি। কিন্তু এতেও চিড়ে ভেজেনি।
প্রথমে মোটেই সেসবে পাত্তা দেননি জুন আন্টি৷ পরে অবশ্য কিছু দিন যেতে না যেতেই ছেলেটির প্রতি অভিনেত্রীর মন গলতে শুরু করে। কিন্তু তার পরেও পথ সহজ ছিল না। না জানা একটি তথ্য সামনে চলে আসে। তৈরি হয় তিনটি কোণ। কেননা ঊষসী জানতে পারেন, তার সবচেয়ে প্রিয় বন্ধুও ছেলেটিকে ভালোবাসে।
কিন্তু প্রেম কি আর অত নিয়ম মানে। অবশেষে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মা বাবাকে লুকিয়েই প্রেম শুরু হয় উষসীর। ছেলেটির নাম দেবাশীষ। বর্তমানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর ঊষসী প্রতিষ্ঠিত অভিনেত্রী।
নস্টালজিয়ায় ভেসে অভিনেত্রী জানান, প্রথম চুম্বন সেই দেবাশিসের সঙ্গেই। রুবির ভেতরে আনন্দপুরের এক ফুটপাথে বসে প্রথম বার চুমু খেয়েছিলেন তাঁরা। অভিনেত্রী জানালেন, ‘‘আজও যখন ছোট ছোট ছেলেমেয়েদের ফুটপাথে বসে প্রেম করতে দেখি, আমার সে দিনটার কথা মনে পড়ে। তখন তো বাড়িতে প্রেম করার অবকাশ ছিল না। ওই মাও সে তুং-এর ছবির সামনেই আমাদের প্রেম হত। আর এক বার ফুটপাথে।’’
আরো টুকরো টুকরো অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী স্মৃতির পাতা উলটে জানান, তার বাড়ি ঢোকার সময় ছিল ৭ টা থেকে ৮ টা। কিন্তু প্রেমের তোড়ে সেসব ভুলেই যেতেন অভিনেত্রী, এই জন্য বাবার কাছে অনেক বকুনিও খেতে হয়েছে তাকে। তবে সেই ৫ বছরের প্রেম বন্ধুত্ব এখন অতীত। দেবাশীষ বাবু এখন এক্কেবারে ঘোরতর সংসারী এক পুরুষ, আর ঊষসী তো ‘জুন আন্টি’।