• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এটা ‘কাঞ্চন-সুলভ’ আচরণ নয়! শ্রীময়ী-কাঞ্চন-পিঙ্কি বিতর্কে মন্তব্য করলেন রুদ্রনীল ঘোষ

Published on:

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh কাঞ্চন মল্লিক শ্রীময়ী পিঙ্কি Kanchan Mallick Sreemoyee Pinki

সম্প্রতি টলিপাড়ায় শ্রীময়ী-কাঞ্চন-পিঙ্কি (shreemoyee-kanchan-pinki) সম্পর্ক নিয়ে তোলপাড় চলছে। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক (kanchan  mallick)নাকি স্ত্রী পিঙ্কিকে ছেড়ে পরকীয়ায় মেতেছেন টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (shreemoyee chattaraj) সাথে। এই নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে গিয়েছেন কাঞ্চন। ইতিমধ্যেই কাঞ্চনের বিরুদ্ধে FIR পর্যন্ত করে ফেলেছেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (pinki banerjee)। এবার এই বিষয়ে মুখ খুললেন কাঞ্চনের সহঅভিনেতা তথা বন্ধু রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)।

রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন টলিপাড়ার বহু পুরোনো অভিনেতা ও একেঅপরের বন্ধু। বহু ছবিতে একত্রে কাজ  করেছেন দুজনেই। তবে বর্তমানে অভিনয় ছাড়াও রাজনৈতিক কাজকর্মের চাপে সেভাবে বন্ধুত্ব পালন বা দেখা সাক্ষাৎ হয়না বললেই চলে। তাই কাঞ্চনের বাস্তব পরিস্থিতি ঠিক  কি সেটা জানা নেই রুদ্রনীলের।

Rudranil Ghosh

তবে বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ আলোচনা শুরু হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে তা কানে এসেছে রুদ্রনীলের। এমনকি কাঞ্চনের ওপর অভিযোগ নিয়েপিঙ্কির সরব হওয়া থেকে শুরু করে পিঙ্কির খোঁজে বেরিয়ে রাস্তার মধ্যেই পিঙ্কির সাথে উত্তপ্ত বাদানুবাদের খবর পৌঁছেছে রুদ্রনীলের কাছে। তাই এবার সেই সম্পর্কেই মন্তব্য  করলেন রুদ্রনীল।

কাঞ্চন মল্লিক Kanchan Mallick

অভিনেতা রুদ্রনীলের মতে, কাঞ্চন ও তার স্ত্রী পিঙ্কির মধ্যে কোনো অস্বাভাবিক কোনোদিন লক্ষ্য করিনি। হ্যাঁ, এটা ঠিক যে কাঞ্চনের মা মারা যাবার পর অনেক সময়েই ওর বাড়ি ফাঁকা থাকত। সেই সময় পিঙ্কি থাকতে চেতলার বাড়িতে ছেলেকে নিয়ে। হতে পারে এখানেই কোনো সমস্যার উৎপত্তি হয়েছে। তবে সমস্যা হবার কথা নয়, কারণ কাঞ্চন খুবই সহজ সরল ভালো মানুষ।

তবে, রুদ্রনীল এও বলেন যে, বর্তমানে কাঞ্চন সম্পর্কে কিছু খবর  পেয়েছেন তিনি। রাস্তার মধ্যে মদ খেয়ে পিঙ্কিকে অপমান করা। শ্রীময়ীর পিঙ্কির ওপর  চিৎকার করে রাস্তায় লোক জড়ো করা এটা ‘কাঞ্চন-সুলভ’ আচরণ নয়! তবে সমস্যা যে কারণেই হোক না কেন কাঞ্চনের উচিত এই সমস্যার সমাধান খুঁজে বের করা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥