টলিউডের অভিনেতা হিসাবে বর্তমানে বেশ পরিচিত অনিন্দ্য চট্টোপাধ্যায় (aninda chatterjee)। ‘বাপি বাড়ি যা’, ‘চতুস্কোণ’, ‘অমানুষ’, ‘ককপিট’ ইত্যাদির মত একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেতা। তবে নায়কের চরিত্রে নয় বরং কখনো খলনায়ক তো কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় একরেছেন অনিন্দ্য। নিজের অভিনয়ের মধ্যে দিয়ে বাঙালি দর্শকদের হৃদয় জয় করতেও সক্ষম হয়েছেন অনিন্দ্য। তবে আজ তাকে অভিনেতা হিসাবে সকলে চিনলেও অনিন্দ্যর একটা অতীত রয়েছে।
আজ পিতৃ দিবসের দিন, প্রায় সমস্ত সেলেব্রিটিরাই নিজেদের বাবাকে ফাদার্স ডে এর শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু অনিন্দ্যর বাবা মারা গিয়েছেন তিন বছর হল। তাই জীবনের কালো সময়ের কথা উল্লেখ করে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়াতে। প্রথমেই অনিন্দ্য লিখেছে, ‘আগামী ২৫তারিখেই বাবা ছেড়ে চলে গিয়েছেন ৩ বছর হবে’।
এরপর অনিন্দ্য লিখেছেন, ‘এই লোকটা একটা সময়ে সমাজের বুকে মাথা নত করে হাঁটত । সবাই বলতো এর ছেলে নেশা করে বা পাতাখোরের বাবা । এটাও হয়তো শুনেছে যে ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারেনি তাই ছেলেটা এরকম। আমার জন্যে এই মানুষ টাকে অনেক বিপর্যস্ত হতে হয়েছে বিভিন্ন পরিস্থিতিতে ‘।
এখানেই শেষ নয় অনিন্দ্য আরো লিখেছেন, ‘যাই হোক, 2008 সাল থেকে আমার নেশা ছেড়ে ভালো থাকার সুবাদে আসতে আসতে পরিস্থিতি ঘুরতে শুরু করে । হ্যাঁ সত্যি আমি হয়তো অনেক সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিতে হয়তো পারিনি কিন্তু যেটা ফিরিয়ে দিতে পেরেছিলাম সেটা একটু সম্মান একটু শ্রদ্ধা । বুক উচিয়ে বলতে পারতো আমি অনিন্দ্যর বাবা। আজকে হয়তো অনেকেই অনেক ভালো ভালো কথা লিখবে, আমি না হয় একটু ভালোমন্দ মিশিয়ে লিখলাম’।
সবশেষে হ্যাপি ফাদার্স ডে বলে শেষ করেছেন বার্তাটি। অভিনেতার পোস্টটিতে অনেকেই নিজের মন্তব্য শেয়ার করেছেন। এক নেটিজেনদের মতে, ‘তুমি যে রেস্পেক্টটা দিলে এটাই উনি দেখে অনেক খুশি হয়েছেন তোমার জন্য’। আরেক নেটিজেনদের মতে, ‘তুমি অনেকের কাছে ইনস্পিরেশন দাদা’।