গানের দুনিয়ায় অভিজিৎ ভট্টাচার্য (avijit bhattacharjee) একজন বিখ্যাত নাম। তার গাওয়া বহু জনপ্রিয় গান দর্শকের মনে গেঁথে রয়েছে। একের পর এক হিট গান তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। হিন্দি সিনেমা জগতে গান গাওয়া দিয়েই এই জনপ্রিয় গায়ক নিজের গানের যাত্রা শুরু করেছিলেন। ১৯৮১ সালে গানে নিজের কেরিয়ার গড়ে তুলবেন বলে স্নাতক হওয়ার পর কানপুর ছেড়ে মুম্বাই চলে আসেন। শুরু হয় তার জীবনের অনবদ্য এক যাত্রা। তার এই গানের জীবনে তিনি অনেক গুলি সম্মানও অর্জন করেছেন। ‘উত্তর প্রদেশ গৌরব সন্মান’, ‘যশ ভারতী সন্মান’, ‘সঙ্গীত মহা সন্মান’, ‘বিক্রমাদিত্য অ্যাওয়ার্ড’ ইত্যাদি সন্মান তার ঝুলিতে রয়েছে।
অসংখ্য গান গেয়েছেন অভিজিৎ হিন্দি সিনেমার জন্য। তার বেশ কিছু জনপ্রিয় গান যেমন – ‘মে কোই এয়সা গীত গায়ু’, ‘ওলে ওলে’, ‘ইয়েহ তেরি আঁখে ঝুঁকি ঝুঁকি’, ‘শুনো না শুনো না’, ‘রোশনি সে’, ‘তওবা তুম্হারে এ ইশারে’, ইত্যাদি জনপ্রিয় গান তাকে লক্ষ লক্ষ শ্রোতার মনে পাকাপাকি স্থান করে দিয়েছে। অনেক বড়ো বড়ো সেলিব্রিটি অক্ষয় কুমার, সুনীল শেঠি, শাহরুখ খান এর মতো সেলিব্রিটির জনপ্রিয় মুভির অনেক গুলিতেই তিনি গান গেয়েছেন। ৯০ এর দশকের বেশিরভাগ জনপ্রিয় ও সুপারহিট গান অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া।
সম্প্রতি নিজের এক মন্তব্যের কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অভিজিৎ। একটি সাক্ষাৎকার ভিডিয়োয় দেখা গাছে তিনি বলেছেন, তার গাওয়া গানের জন্যই নাকি বড়ো বড়ো নামি অভিনেতা অভিনেত্রীরা সেলিব্রিটি গড়ে উঠেছেন। তার গান ছাড়া তারা সেলিব্রিটি হতে পারতেন না তাঁরা। শুধুমাত্র তিনি সেই সুপারস্টার দেড় সিনেমায় গান গেয়েছিলেন বলেই তারা সুপারস্টার হতে পেরেছে। নাহলে তারা হয়তো সেভাবে নাম করতেই পারতেন না।
অক্ষয় কুমারকে কটাক্ষ করে অভিজিৎ বলেছেন তার গাওয়া গানের জন্যই অক্ষয় আজ বড়ো সেলিব্রিটি নাহলে লোকে যেমন মিতুন চক্রবর্তীকে গরিবের অমিতাভ বচ্চন নাম চিনতো তেমনি অক্ষয় কুমার কেও নাকি গরিব মানুষের মিঠুন চক্রবর্তী নাম চিনতো লোকে। তিনি গান না গাইলে এই হিরোদের সিনেমা এতো জনপ্রিয়তা পেত না।
এর কিছুদিন আগে জনপ্রিয় হিন্দি চ্যানেল কালারসের একটি গানের রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ এর বিপক্ষে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তাতে তিনি জল্পনার শীর্ষে রয়েছেন। তিনি বলেছিলেন ইন্ডিয়ান আইডল শো তে বিচারপতির আসনে বসে থাকা বিচারকরা অনভিজ্ঞ। ইন্ডিয়ান আইডল এমন মানুষ দেড় বিচারকের আসনে আসনে বসায় যারা নাকি জীবনে আসলে গানই গাননি। গান নিয়ে শুধু ব্যবসা করেছেন মাত্র। অভিজিৎ বলেন, চারটে গান গেয়ে নিজেদের বিশাল বড় শিল্পী ভাবেন’। আসলে গান বলতে যা বোঝায় তা তারা জানেন না হয়তো। তার এমন বিস্ফোরক মন্তব্য তাকে সকলের মাঝে আলোচনার পাত্র বানিয়ে তুলেছে। তার এই মন্তব্যে অনেকে অসন্তোষ প্রকাশ করেছিলেন।