• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রাবন্তীর জীবনে চতুর্থ প্রেমিক! কিভাবে মেনে নিচ্ছে পরিবার? মন্তব্য তৃতীয় স্বামী রোশনের

Published on:

শ্রাবন্তী,রোশান সিং,অভিরূপ নাগ চৌধুরী,টলিউড,Abhirip Nag Chowdhury,Srabanti,Roshan Singh,Roshan Singh opens after Srabanti forth lover gossip

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন যেন হার মানাবে যেকোনো সিনেমাকেও। গত কয়েক বছর ধরেই ‘বিবাহ বিতর্ক’ এর জেরে শিরোনামে রয়েছেন অভিনেত্রী। তার তৃতীয় স্বামী রোশন সিং- এর সাথে (roshan singh) সুন্দরীর সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে তা আর জানতে কারোরই বাকি নেই। এর মধ্যেই নয়া গুঞ্জন ফের নাকি অন্য একজনের প্রেমে পড়েছেন শ্রাবন্তী।

প্রথম থেকে বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও শ্রাবন্তীকে ফিরে পেতে চান রোশন। এমনকি এর জন্য পুলিশের দোরগোড়া অবধিও গিয়েছেন তিনি। যদিও এতে তবে লাভ কিছুই হয়নি। এরই মধ্যে টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ফের নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীর আবাসনেরই এক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথেই নাম জড়িয়েছে অভিনেত্রীর। তার ওপর সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবি আরো বাড়িয়ে তুলেছে জল্পনা।

শ্রাবন্তী,রোশান সিং,অভিরূপ নাগ চৌধুরী,টলিউড,Abhirip Nag Chowdhury,Srabanti,Roshan Singh,Roshan Singh opens after Srabanti forth lover gossip

এবার এই বিষয়ে মন্তব্য করলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। রোশন সিংয়ের মতে, ‘একবছরের জন্য বিয়ে করতে তো আমি চাইনি!’ খানিকটা ক্ষোভের সুরেই তিনি বলেন, ‘ একেরপর এক ভুল করে চলেছে শ্রাবন্তী। আর  ওর পরিবার কিভাবে ওর ভুলে সঙ্গ দিচ্ছে সেটা আমি সত্যি বুঝতে পারছি না।’

শ্রাবন্তী,রোশান সিং,অভিরূপ নাগ চৌধুরী,টলিউড,Abhirip Nag Chowdhury,Srabanti,Roshan Singh,Roshan Singh opens after Srabanti forth lover gossip

অর্থাৎ বোঝাই যাচ্ছে শ্রাবন্তীর সাথে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে সংসার করতে চান রোশন। হাজারো গুঞ্জন উঠলেও একথা  তিনি  নিজের  মুখেও বলেছেন। আগামী মাসেই শ্রাবন্তী-রোশনের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি রয়েছে। এখন অপেক্ষা মামলার রায়ের। তবে, এই বিষয়ে রোশন সিং মন্তব্য  করলেও শ্রাবন্তী কোনো ধরণের মন্তব্য করেন নি।

শ্রাবন্তী,রোশান সিং,অভিরূপ নাগ চৌধুরী,টলিউড,Abhirip Nag Chowdhury,Srabanti,Roshan Singh,Roshan Singh opens after Srabanti forth lover gossip

যদিও অভিরূপের সাথে শ্রাবন্তীর প্রেমের কেবলমাত্র গুঞ্জন শোনা গিয়েছিল এপর্যন্ত। জল্পনার সূত্রপাত হয়েছিল অভিরূপের প্রোফাইলে শেয়ার হওয়া একটি ছবি থেকে। ছবিতে অভিরূপ নাগ চৌধুরীর হাতে জ্বলজ্বল করছে একটি আংটি। ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ সবথেকে স্পেশাল মানুষের দেওয়া’। এরপর অভিরূপের জন্মদিনে পরিবার শোঃ শ্রাবন্তীকে দেখা গিয়েছে জন্মদিনের অনুষ্ঠানে। ছবিটি ভাইরাল হয়ে পড়লে নতুন প্রেমের গুঞ্জন রটে যায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥