• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফেলনার জন্মদিন, খুদে অভিনেত্রী মেঘনকে শুভেচ্ছা জানালেন দেশের মাটি অভিনেত্রী শ্রুতি দাস

Published on:

ফেলনা Felna মেঘন চক্রবর্তী Meghan Chakraborty

ষ্টার জলসার অপেক্ষাকৃত নতুন সিরিয়াল ফেলনা (felna)। ছোট্ট একটা মেয়ে যার স্বপ্ন সে অনেক বড় ম্যাজিশিয়ান হবে। সিরিয়ালে ফেলনা চরিত্রে অভিনয় করছে খুদে অভিনেত্রী মেঘন চক্রবর্তী (meghn chakraborty)। এর আগে অভিনেত্রীকে প্রথমা কাদম্বিনী সিরিয়ালে ছোট্ট বিনির চরিত্রে দেখা গিয়েছিল মেঘনকে। আজ এই খুদে অভিনেত্রী মেঘনের জন্মদিন। জন্মদিনে সোশ্যাল এমডিয়াতে শুভেচ্ছার ঢল নেমে গিয়েছে ইতিমধ্যেই।

খুদে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি অনুগামী হয়ে গিয়েছে তাঁর।অনুরাগীদের সাথে নানান ছবি শেয়ার করে নেই সে। আর ছবিতে অনুগামীরা মন্তব্য করলেও উত্তর দেয় মেঘন। কখনো লুডো খেলতে খেলতে তো কোনো স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মেঘনের দুস্টু মিষ্টি ছবি কিন্তু বেশ ভাইরাল হয়ে পরে সোশাল মিডিয়াতে।

ফেলনা Felna মেঘন চক্রবর্তী Meghan Chakraborty

খুদে অভিনেত্রী এদিন নিজের প্রোফাইলে একসাথে অনেক বার্বি ডল পুতুল নিয়ে ছবি শেয়ার করেছে। নিজেই নিজেকে হ্যাপি বার্থ ডে জানিয়েছে ছোট্ট মেঘন। আজ ৮ বছরে পা দিল ছোট্ট মেঘন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ক্যালকাটা গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেঘন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো খুদে অভিনেত্রী।

ফেলনা Felna মেঘন চক্রবর্তী Meghan Chakraborty শ্রুতি দাস Shruti Das

ষ্টার জলসার আরেকটি জনপ্রিয় সিরিয়াল হল ‘দেশের মাটি’। এই সিরিয়ালে নোয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)। এদিন ছোট্ট মেঘনের জন্মদিনে তাকে হ্যাপি বার্থ ডে উইশ করেছেন অভিনেত্রী। শ্রুতি নিজের ইনস্টাগ্রামে ছোট্ট ফেলনা অভিনেত্রীর সাথে তোলা দুটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। আর ছবি শেয়ার করে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে সোনা মা’। অভিনেত্রীর এই ছবিটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয় হয়ে পড়েছে।

প্রসঙ্গত, ছোট্ট মেঘনের বাবা কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছে। গত মাসেই করোনা আক্রান্ত হয়েছেন মেঘনের বাবা। মেঘনের বাবাকে যেদিন করোনার  জন্য হাসপাতালে ভর্তি করতে হল সেদিনই মেঘনা বলে উঠেছিল, ‘বাবা চলে গেলেন হাসপাতালে, আমার চারপাশটা যেন ফাঁকা হয়ে গেল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥