ইন্ডিয়ান আইডল (Indian Idol) ভারতীয় টেলিভিশনের এটি বিখ্যাত গানের রিয়্যালিটি শো। দেখতে দেখতে ১১টি সিজেন পেরিয়ে সিজেন ১২ চলছে বর্তমানে। কিন্তু ইন্ডিয়ান আইডল ১২ বেশ কিছু সময় ধরেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে ইন্ডিয়ান আইডল কিশোর কুমারকে (Kishore Kumar) নিয়ে আয়োজিত বিশেষ পর্বে স্পেশাল অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার (Amit Kumar)। তিনি এক সাক্ষাৎকারে জানান যে একেবারেই উপভোগ করেননি অনুষ্ঠান।
শোতে বিচারকের আসনে রয়েছে গায়িকা নেহা কক্কর, হিমেশ রেশমিয়া, ও বিশাল দাদলানি। এর আগে অনু মালিক ও ছিলেন বিচারকের আসনে। ইন্ডিয়ান আইডল নিয়ে বিতর্কের মাঝেই ভাইরাল হল একটি মজার ভিডিও। ইন্ডিয়ান আইডল সিজন ১১ এর একটি অডিশনের ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটবাসীরা।
আসলে এই মঞ্চেই অডিশন দিতে এসেছিলেন পবন কুমার নামের এক প্রতিযোগী। আর তার গান শুনেই কার্যত বেহাল অবস্থা বিচারকদের। ভিডিওতে দেখা যাচ্ছে, পবন হাতে একটি গরম জলের গ্লাস নিয়ে গান গাইতে শুরু করেন৷ গান গাইতে গাইতে গলা ভেজানোর জন্য জল নিয়ে উঠেছেন তিনি।
কিন্তু সে যা গান, ইয়ে দিল হে মুশকিল ছবির অরিজিৎ সিং-এর গাওয়া বুলেয়া গানটি ধরেন পবন। কিন্তু তার এই গান শুনে মাথার পোকা নড়ে যাওয়ার জোগাড় হয়েছিল বিচারকেদের। আর এই মাথামুন্ডুহীন ‘বিচ্ছিরি’ গান শুনে নিজের গালেই চড় মারতে শুরু করেন অনু মালিক। গায়ক নিজের গালে এতটাই জোরে গায়ক চড় মারতে থাকেন যে পাশে বসে থাকা নেহা মাইক ধরে সেই চড়ের আওয়াজ শোনান, দিগ্বিদিক না পেয়ে নিজের মাথায় হাত বোলাতে থাকেন বিশাল। এই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।