টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন যেন হার মানাবে যেকোনো সিনেমাকেও। গত কয়েক বছর ধরেই ‘বিবাহ বিতর্ক’ এর জেরে শিরোনামে রয়েছেন অভিনেত্রী। তার তৃতীয় স্বামী রোশন সিং- এর সাথে সুন্দরীর সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে তা আর জানতে কারোরই বাকি নেই। এর মধ্যেই নয়া গুঞ্জন ফের নাকি অন্য একজনের প্রেমে পড়েছেন শ্রাবন্তী।
কিন্তু রোশন নিজের জীবনে শ্রাবন্তীকে ফিরে পেতে মরিয়া হয়ে পুলিশের দোরগোড়া অবধিও গিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শোনা যাচ্ছে, অভিনেত্রীর জীবন জুড়ে কেবলই অন্য এক পুরুষ। ফের নাকি প্রেমে পড়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তার আবাসনের একজনের সঙ্গেই প্রেমে মজেছেন অভিনেত্রী৷ নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী।
ভোটের সময় শ্রাবন্তীর পাশে বেশ কয়েকবার দেখাও গিয়েছিল অভিরূপ বাবুকে। সম্প্রতি, অভিরূপ তার ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন যার জেরেই ফের তৈরি হয়েছে নয়া গুঞ্জন। ছবিতে দেখা যায়, হাতে একটি হীরের আঙটি পরে, ক্যাপশনে লেখেন, ” জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির থেকে পাওয়া উপহার, ধন্যবাদ”।
প্রসঙ্গত, যদিও এই সম্পর্কের বয়স খুব বেশি নয় বলেই জানা যাচ্ছে৷ কিন্তু এই কমাসেই শ্রাবন্তীকে নাকি তিনি অনেকটাই কাছ থেকে চিনেছেন৷ তাদের মনে হয়, সম্পর্কের গাঢ়ত্ব কখনোই সময় দিয়ে মাপা সম্ভব নয়। একই আবাসনে থাকলেও টাওয়ার সিক্সের বাসিন্দা শ্রাবন্তীর সঙ্গে অন্য টাওয়ারের অভিরূপের ‘হাই-হ্যালো’র বাইরে আর কোনও সম্পর্ক ছিল না। কিন্তু এখন নাকি তিনি শ্রাবন্তীর সমস্ত রকম দেখভালেরই দায়িত্ব সামলাচ্ছেন।