সারাদিন বৃষ্টি তো লেগেই আছে। ওয়েদার ও বেশ রোমান্টিক, আর এমন দিনেই এক্কেবারে ভেজা শরীরে আবেদনময়ী চোখে ক্যামেরায় ধরা দিয়েছেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। একদম মেকাপহীন লুকে ভেজা শরীরে নাকে তার একয়ি নাকছাবি, এবং গলায় একটি চোকার। এহেন লুকে অভিনেত্রীকে দেখে প্রেম পেতে বাধ্য।
তাই বাড়তি সতর্কতা বজায় রাখতে আগেভাগেই অভিনেত্রী ক্যাপশনে উইলিয়াম শেক্সপিয়রের লাইন ধার করে লিখে দিয়েছেন, ” I pray you do not fail in love with me, for i am fall in vows made in wine”, অর্থাৎ “আমি প্রার্থনা করি আমার প্রেমে পড়বেন না”। কিন্তু প্রেমে পড়া বারণ হলেও অনেকেই তার প্রেমে হাবুডুবু খেয়েছেন।
খোদ মীর আফসার আলি (mir afsar ali) তার রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, “উড়ি উড়ি সি নজর / মুঝকো চুন যায়ে আগার / এক তসলিম কো হারবার / মেরি আঁখ ঝুকি হ্যায় / আপকো দেখকে বড়ি দের সে / মেরি সাঁস রুকি হ্যা…।” গুলজারের এই লাইন ব্যবহার করে মীর বলতে চেয়েছেন, কবি যেন স্বস্তিকার জন্যেই এই লাইন কটা লিখেছেন।
কেবল নিজের ছবি দিয়ে আর রূপের জাহির করেই দিন কাটছেনা স্বস্তিকার। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika mukherjee) নিরন্তর সোশ্যাল মিডিয়ায় জোগাড় করে দিচ্ছেন কারোর জন্য অক্সিজেন, কারোর জন্য বেড, অথবা কারোর জন্য অর্থ। কাশ্মীর থেকে শ্যুটিং সেরে ফিরেই করোনা যুদ্ধে সামিল হয়েছেন অভিনেত্রী। সময় নষ্ট করেননি বিন্দুমাত্রও।