বাংলার জনপ্রিয় সিরিয়ালের দৌড়ে বিগত মাস দুয়েক ধরে একেবারে নন-স্টপ ছক্কা হাঁকাচ্ছে মিঠাই (Mithai)। অন্যদিকে আরেক জনপ্রিয় সিরিয়াল খড়কুটোর (Khorkuto) টিআরপি (TRP) দিন দিন কমছিল। এই কারণে বর্তমানে খড়কুটো সিরিয়ালে আনা হয়েছে নতুন টুইস্ট। কিন্তু এই নতুন টুইস্ট কি দর্শকদের মন জয় করতে পারল? এই উত্তর মিলেছে এসপ্তাহের প্রকাশিত টিআরপি তালিকায়।
প্রায় একমাস ধরে টানা বাড়ি থেকেই শুটিং করতে হয়েছে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের। লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল শুটিং। তবে এবার ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে টলিপাড়া। মিঠাইয়ে সিরিয়ালে চলছে লকডাউন হুল্লোড় আর খড়কুটোতে চলছে শেষ পরীক্ষার আগের দিনে সৌজন্য-গুনাগুনের মন কষাকষি। এরই মাঝে প্রকাশ পেল টিআরপি তালিকা।
এবারের টিআরপি তালিকাতেও সেরা সিরিয়ালের মুকুট উঠল সেই মিঠাই রানীর মাথাতেই। বাড়ি থেকে শুটিংয়ের জেরে টিআরপি নেমেছে অনেকটাই, তাও ৮.০ পয়েন্ট সহ প্রথম স্থানে মিঠাই সিরিয়াল। আর দীর্ঘদিন পর নিজের পুরোনো ফর্মে ফিরেছে গুনগুন। এবারের তালিকায় ৭.০ পয়েন্টে দ্বিতীয় স্থানে খড়কুটো। তৃতীয় স্থানে রয়েছে অপরাজিতা অপু, ৬.৭ পয়েন্টে। আসুন এবার বাকিদের প্রাপ্ত পয়েন্ট দেখে নেওয়া যাক।
- মহাপীঠ তারাপীঠ- ৬.৪ (চতুর্থ)
- গঙ্গারাম, শ্রীময়ী- ৫.৪ (পঞ্চম)
- কৃষ্ণকলি, যমুনা ঢাকি- ৫.২ (ষষ্ঠ)
- দেশের মাটি- ৫.১ (সপ্তম)
- বরণ- ৪.৭ (অষ্টম)
- কড়িখেলা- ৪.৫ (নবম)
- গ্রামের রানি বীণাপাণি- ৪.৩ (দশম)
টিআরপি তালিকা দেখে বোঝাই যাচ্ছে মে মাসের তুলনায় অনেকটাই কমেছে সিরিয়ালের জনপ্রিয়তা। তবে সম্প্রতি সরকারের তরফে শুটিংয়ের অনুমতি মিলেছে। আশা করা হচ্ছে পুরোনো ভাবে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের টিভির পর্দায় দেখতে পেলেই আবারো বাড়বে সিরিয়ালের জনপ্রিয়তা।