• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যশ-নুসরতের জামাইষষ্ঠী! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবিতে বাড়ছে উত্তেজনা

Published on:

যশ নুসরতYash Dasgupta Nusrat Jahan

বিগত বেশকিছুদিন ধরেই সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে একটাই নাম নুসরত জাহান (Nusrat Jahan) । তার ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তার। নিখিল জৈনের সাথে বিয়ে অস্বীকার করেছেন অভিনেত্রী নুসরত। আবার মা হবার কথা জানিয়েছেন বিতর্কের মাঝেই। এই সব নিয়ে নুসরত চর্চায় রয়েইছেন।

নিখিলের সাথে সম্পর্কের টানা পোড়েনের মাঝে নুসরত ও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) প্রেম নিয়ে জোর গুঞ্জন ওঠে টলিপাড়ায়  গুজব ওঠে যে যশের সাথেই নাকি প্রেম করছেন নুসরত। যদিও আদতে নিজেদের ভালো বন্ধু বলেই মানেন দুজনে। গতকাল ছিল জামাইষষ্ঠী, বিয়ের পর জামাইকে শশুরবাড়িতে খাওয়ানোর একটি বিশেষ দিন।

Yash Dasgupta,Nusrat Jahan,Jamaisasthi,Viral Photo,যশ দাসগুপ্ত,নুসরত জাহান,জামাইষষ্ঠী,Yash Nusrat Jamaisosthi viral photo

জামাইষষ্ঠী উপলক্ষে এবার সোশ্যাল  মিডিয়াতে ভাইরাল হল যশ-নুসরতের জামাইষষ্ঠীর ছবি। তবে আদৌ কি সত্যি এই ছবি? না একেবারেই না। দুটি আলাদা ছবিকে একত্রিত করে এই ছবিটি বানানো হয়েছে। ছবিটি ভালো করে দেখলেই বোঝা যায় দুই ছবি তোলার স্থান আলাদা।

Yash Dasgupta,Nusrat Jahan,Jamaisasthi,Viral Photo,যশ দাসগুপ্ত,নুসরত জাহান,জামাইষষ্ঠী,Yash Nusrat Jamaisosthi viral photo

অবশ্য দুজনের সামনেই খাবারের থালা রয়েছে আর দুজনেই তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। এমন দুটি ছবিকেই এডিটিংয়ের সাহায্যে একসাথে করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। নকল এই ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী নুসরত জাহানের সোশ্যাল মিডিয়াতে মা হবার ইঙ্গিত মিলছিল। সম্প্রতি অভিনেত্রীর বেবিবাম্পি সহ একটি ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে সাদা পোশাকের ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর বেবিবাম্প। এই ছবিটি ছড়িয়ে পড়ার পরেই নুসরত বিতর্ক আরও বেড়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥