• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের পর্দা থেকে সোজা পাড়ার স্টেজ, কৃষ্ণনাম গেয়ে মাতালেন ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের উর্মি

Published on:

ওগো নিরুপমা Urmi actress Soumi Ghosh

বাঙালি দর্শকদের বিনোদনের অবিচ্ছেদ্য অঙ্গ হল বাংলা সিরিয়াল (Bengali Serial)। নানা চ্যানেলের পর্দায় নানান গল্পের সিরিয়াল দেখতে পাওয়া যায় সন্ধ্যে নামলেই। তবে হাজারো সিরিয়ালের ভিড়ে কিছু সিরিয়ালের গল্প একটাই আলাদা হয়, এমনই একটি সিরিয়াল হল ষ্টার জলসার ‘ওগো নিরুপমা (Ogo Nirupama)’ সিরিয়ালটি। সিরিয়ালের নিরুপমার কাহিনী দেখানো হয়েছে। দেখতে সামান্য এক মেয়ে কিভাবে নিজের পরিচিতি গড়ে তোলে গ্ল্যামার ওয়ার্ল্ডে সেটাই সিরিয়ালের কাহিনী।

সিরিয়ালে নিরুপমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্কজা আচার্য। আর আবিরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। এছাড়াও সিরিয়ালের আরেক জনপ্রিয় উর্মির চরিত্রে রয়েছেন অভিনেত্রী সৌমি ঘোষ (Soumi Ghosh)। সিরিয়ালের অভিনয়ের কারণে বেশ জনপ্রিয়তা বেড়েছে অভিনেত্রীর।

Ogo Nirupama,Bengali Serial,Urmi,Live Performance,ওগো নিরুপমা,উর্মি,সৌমি ঘোষ,Soumi Ghosh,Ogo Nirupama Serial urmi actress Soumi Ghosh Live Performance

তবে এবার সিরিয়ালের বাইরে বাস্তবেও ফ্যানেদের সাথে দেখা যাচ্ছে অভিনেত্রকে। কিছুদিন আগে সিরিয়ালের উর্মিকে দেখা গিয়েছে একটি লাইভ অনুষ্ঠানে হাজির হতে। সেখানে স্টেজে উঠে গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে দিয়েছেন অভিনেত্রী।স্টেজে সিরিয়ালের চেনা অভিনেত্রীকে হাজির হতে দেখে দর্শকদের মধ্যেও উন্মাদনা ছিল দেখবার মত।

Ogo Nirupama,Bengali Serial,Urmi,Live Performance,ওগো নিরুপমা,উর্মি,সৌমি ঘোষ,Soumi Ghosh,Ogo Nirupama Serial urmi actress Soumi Ghosh Live Performance

স্টেজে উঠে অভিনেত্রী স্বীকার করেছেন সিরিয়ালে যেমন উর্মির কোনো বয়ফ্রেন্ড নেই, তেমন একই অবস্থা বাস্তবেও। ভ্যালেন্টাইন ডে পেরোলেও বয়ফ্রেন্ড জোটে নি অভিনেত্রীর। এই স্টেজে উপস্থিত হাজারো দর্শকের সামনে আক্ষেপ করেছেন অভিনেত্রী। এরপর দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী প্রশ্ন করেন তারা কি শুনতে চায়? দর্শকরা যেটা চাইবে সেটাই গেয়ে শোনাবেন অভিনেত্রী।

এরপর দর্শকদের উদ্দেশ্যে কৃষ্ণনাম গাইতে শুরু করেন অভিনেত্রী। যদিও গান করার আগে অভিনেত্রী স্বীকার করেছেন যে তিনি মোটেও ভালো গান গাইতে পারেন না। তাই গান ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা ব্যান্ডের ওপর নির্ভর করবে। অবশ্য গলা ছেড়ে যখন অভিনেত্রী ‘দু হাত তুলে বলরে কৃষ্ণ নাম’ তখন দর্শকদের কিন্তু গান পছন্দ হয়েছে বলেই মনে হয়েছে। এরপর অভিনেত্রী দর্শকদের মধ্যে গিয়ে হাজির হয়েছেন গান গাইতে গাইতে।

অভিনেত্রীর এই লাইভ পারফর্মেন্সের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হলে ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওটি দর্শকের সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। সাথে বহু অনুরাগীরা নিজেদের মন্তব্য করেছেন ভিডিওটি দেখে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥