আজও দেশজোড়া তার নাম। এক সময় বলিউড তথা টলিউড কাঁপিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অভিনয়ই তার পরিচয়।
এক সময় অভিনেতা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে ফাঁকা পকেটেই বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন তিনি। আজ অভিনয় জীবন, থেকে রাজনীতি সঞ্চালনা সবেতেই অভিজ্ঞতার পাহাড় তৈরি করে ফেলেছেন ‘মহাগুরু’।
বর্তমানে মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির তিন পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু কন্যা সন্তানটিকে জন্ম দেননি মিঠুন। খুব অল্প বয়সে এই কন্যাকে দত্তক নিয়ে তাকে সন্তান স্নেহে মানুষ করেন মিঠুন। তার নাম দেন দিশানী চক্রবর্তী।
দিশানীর ইন্সটা হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায় যেকোনো বলিউডের নায়িকাকেও হার মানাবেন তিনি সৌন্দর্যে। ৮০ হাজার অনুরাগী সংখ্যা রয়েছে তার। কিন্তু তার অতীতটা মোটেই এমন ছিলনা।
শোনা যায়, ডাস্টবিনের পাশ থেকে একটি কন্যা সন্তানকে উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীকালে সেই শিশুটিকে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয় স্থানীয় প্রশাসন। খবর পাওয়া মাত্রই অভিনেতা সেই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে কন্যা সন্তান দত্তক নেন।
ফাদার্স ডে তেও মিঠুনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে দিশানী জানিয়েছেন, তিনি পৃথিবীর বেস্ট বাবাকেই পেয়েছেন৷ বর্তমানে সে নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্র সংক্রান্ত পড়াশোনা শেষ করে নিজেকে প্রস্তুত করছেন বড় পর্দার জন্য। খুব শীঘ্রই অভিনয় জগতে দেখা যেতে পারে তাকে। 2017 সালে হোলি স্মোক নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে দিশানি।