আজ জামাইষষ্ঠী, বাংলার প্রতিটি ঘরে ঘরে পালন হচ্ছে এই উৎসবের। বছরের এই একটি দিনে জামাইকে আদর করে নিজের হাতে রেঁধে খাওয়ান শাশুড়িরা। বাঙালি বাড়ির মত টলিপাড়াতেও জামাইষষ্ঠীর ধুম! টেলিদুনিয়ার সেলেব দম্পতি নীল-তৃণা (Neel Bhattacharya & Trina Saha)। আজ তাদের বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী। এবার প্রকাশ্যে এল নীল-তৃণার প্রথম জামাইষষ্ঠীর ছবি।
করোনার জেরে রাজ্যজুড়ে চলছে লকডাউন। আর লকডাউনের মাঝেই জামাই আদরের অনুষ্ঠান জামাইষষ্ঠী। বাঙালি জামাইদের তাই আজকের ঠিকানা শশুরবাড়ি। এবার আসা যাক নীল-তৃণার জামাইষষ্টীতে। কলকাতার নামকরা এক হোটেলে আয়োজন করা হয়েছে জামাইষষ্ঠীর।
Topcat CCU নামের হোটেলে একেবারে এলাহী আয়োজন করেছেন তৃণার মা-বাবা জামাই নীলের জন্য। রান্নার পদ সহ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী তৃণা সাহা। ছবিতে দেখা যাচ্ছে টেবিল সাজানো রয়েছে খাবারে। আর শাশুড়ি মা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন জামাইকে।
যদিও ছবি দেখে মনে হচ্ছে নীলের খাবার ক্ষমতা আর নেই! কারণ দুহাত দুলে দিয়েছে সে। তবে শশুর শাশুড়ির যত্নের কোনো কমতি নেই। জামাই বাবা জীবনকে নিজের হাতেই খাওয়াতে চাইছেন তারা। ছবির ডান পাশে দেখা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহাকেও। সব মিলিয়ে বলা চলে রাজকীয় বিয়ের পরে এ যেন এলাহী জামাইষষ্ঠী।
প্রসঙ্গত, এবছরের শুরুর দিকেই চার হাত এক হয়েছিল নীল-তৃণার। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ অর্কিড গার্ডেন্সে দীর্ঘ দশ বছর ধরে প্রেম করার পর বিয়ে সেরেছিলেন দুজনে। বিয়ের আসরে বসেছিল চাঁদের হাট। টলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা হাজির ছিলেন সেই বিয়েতে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পর্যন্ত উপস্থিত হয়েছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে।