ছোট বাচ্চাদের এমন কিছু অভ্যাস থাকে যেগুলো আদতে বদ অভ্যাস। এই যেমন কেউ ধরুন সারাদিন চকলেট খেয়ে যাচ্ছে তো কেউ আবার পড়তে বসলেই নানা ধরনের বাহানা। অনেকেই আবার লিখতে বসলে হাতের পান অথবা পেন্সিল বড় বড় মুখে পুড়ে দেয়। অবশ্য শুধু যে বাচ্চারা তা কিন্তু নয় ছোট থেকে বড় সকলেরই কিছু না কিছু বদঅভ্যাস থেকেই যায়। এই যেমন ধরুন অনেকেই মোটা থেকে রোগা হতে চাইছেন। কিন্তু রোগা হব হব করলেও আসলে কিছুই করেন না, জিম যাবো ডায়েট করব এই ধরনের নানান প্ল্যানিং তো হয়। তবে সেই প্ল্যান প্ল্যানেই থেকে যায়, বাস্তবায়িত হয় না।
অনেকেই ভাবেন যে এধরণের বদঅভ্যাস বোধয় শুধু মাত্র তারই রয়েছে, তবে এটা একেবারেই ঠিক নয়। তার কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেরই বদভ্যাস রয়েছে। সকলে কি আর নিজের বদভ্যাসের কথা প্রকাশ করে! তবে সম্প্রতি বলিউডের অভিনেত্রী কাজল (Kajol) নিজের বদভ্যাসের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, ঠিকই দেখছেন অভিনেত্রী নিজেই নিজের বদভ্যাসের কথা জানান দিয়েছেন, ইনস্টাগ্রামে একটি ছবির মাধ্যমে।
ছবিতে দেখা যাচ্ছে কাজল আঙ্গুলের নখ কামড়াচ্ছেন। দেখে মনে হচ্ছে ছবির শুটিংয়ের আগে স্ক্রিপ্ট হাতে নিয়ে মন দিয়ে পড়তে পড়তে নখ কামড়াচ্ছেন অভিনেত্রী। কি ভাবছেন এই একই কারণে বাড়ির লোকের কাছে কত বকুনি খেতে হয়ছে! তাহলে জেনে নিন বলিউডের কাজলেরও এই একই বদভ্যাস রয়েছে। অবশ্য নিজের এই বদভ্যাস ছাড়ার চেষ্টা করছেন অভিনেত্রী এমনটাই মনে হচ্ছে।
ছবি শেয়ার করে কাজল ক্যাপশনে লিখেছেন, ‘ আমি আজ আর নখ কামড়াবো না!’নিজের প্রতিশ্রুতি কতটা রাখতে পেরেছেন অভিনেত্রী সেটা অবশ্য আর জন্য যায়নি। তবে অভিনেত্রীর এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।ইতিমধ্যেই লক্ষাধিক ভক্তরা ছবি দেখে লাইক করেছেন।
প্রসঙ্গত, অভিনেত্রী মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ধরণের নানান মজার পোস্ট করে থাকেন। কখনো মুখ দিয়ে ভেংচি কেটে গত বছর থেকে পৃথিবীটা পাল্টে যাওয়া দেখার কথা শেয়ার করেছেন। তো আবার কখনো নিজের গান শোনার মুডের কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে।